কলকাতা, 24 মার্চ: সামনেই লোকসভা নির্বাচন ৷ আর তার মধ্যে আবার দোল এবং হোলি । রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ৷ মহানগরের রাস্তায় টহল দিচ্ছে তারা । রাত পোহালেই হোলি ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গায়ে যাতে কেউ রং বা জল যাতে না ছোড়ে তার দিকে বিষয় খেয়াল রাখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এছাড়াও হোলির দিন শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, দোল বা হোলির দিন শহরজুড়ে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে ৷
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল পদমর্যাদার এক আধিকারিক জানান, শহরজুড়ে থাকবে মোট 58টি পিসিআর ভ্যান । 44টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনী । সকালে 27টি ও রাতে 19টি এইচআরএফএস থাকছে । এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য শহর উইনার্স বাহিনী মোতায়েন থাকছে । এদিন শহরের বিভিন্ন পার্কগুলিতে বিশেষ নজর রাখবে লালবাজার ।