কলকাতা, 3 এপ্রিল: ওয়াটগঞ্জের ঘটনায় এখনও মেলেনি যুবতির টুকরো করা দেহের একাধিক অংশ। লালবাজার সূত্রের খবর, গলার নীচের দেহাংশ এবং কোমড়ের নীচের অংশ পাওয়া যায়নি। সেগুলি কোথায় তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তদন্তে নেমে ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার দুপুরে ওয়াটগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে কালো প্লাসটিকে মোড়া এক মহিলার দেহাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওয়াটগঞ্জে রোজই ওই এলাকায় পণ্য সরবরাহের জন্য রাজ্যের একাধিক প্রান্ত এবং রাজ্যের বাইরে থেকেও অনেক পণ্যবাহী গাড়ি সেখানে আসে। ফলে এই দেহাংশ কীভাবে এহেন জায়গায় এসে পৌঁছল তা জানার জন্য ওই এলাকার বিভিন্ন লরি চালক ও খালাসিদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনাস্থল পরিদর্শন করে লালবাজারের গোয়েন্দারা অনুধাবন করছেন যে ওই মহিলাকে নৃশংসভাবে এবং অত্যন্ত ক্ষোভের সঙ্গে হত্যা করা হয়েছে । পরে তার দেহের একাধিক অংশকে নিপুণভাবে কেটে সেগুলি কালো প্লাসটিকে মুড়ে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে । যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ঘটনাস্থল সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহল ছিল যে, ওই এলাকায় সাধারণভাবে কেউ যাতায়াত করে না । তাই সেখানে দেহাংশ ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান ৷