কলকাতা, 20 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই কলকাতায় পথ দুর্ঘটনায় 46 জনের মৃত্যু হয়েছে ৷ যা গত দু’বছরের তুলনায় অনেকটাই বেশি বলে লালবাজার সূত্রে খবর ৷ তাই ফের শহরের দুর্ঘটনা প্রবণ রাস্তাগুলিকে চিহ্নিত করছে লালবাজার ৷ যেখানে মোট দশটি রাস্তা চিহ্নিত করে কলকাতা পুলিশের সদর দফতর ৷ রাস্তাগুলি হল প্রিন্স আনোয়ার শাহ রোড, বাসন্তী হাইওয়ে, এস এন ব্যানার্জি রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, গড়িয়াহাট রোড, হাজরা রোড, গুরুসদয় দত্ত রোড, ডায়মন্ড হারবার রোড, স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোড ৷
লালবাজার সূত্রের খবর, সংশ্লিষ্ট রাস্তাগুলির উপর বিশেষ নজরদারি বন্দোবস্ত করা হবে ৷ সঙ্গে সেখানে খতিয়ে দেখা হবে সিগন্যালিং ব্যবস্থা কী অবস্থায় রয়েছে ৷ রাস্তাগুলিতে নতুন করে গার্ডরেল ও আধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ ৷ উল্লেখ্য, 2021-23 সালের মধ্যে কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে এসেছিল ৷ কিন্তু, নতুন বছরে একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রথম মাসেই 40এর বেশি পথ দুর্ঘটনা ঘটেছে ৷ যা পুলিশ প্রশাসন তথা ট্রাফিক বিভাগের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ৷
গত বছরে বেহালার বড়িশায় স্কুলে যাওয়ার সময় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশুর ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেহালা চৌরাস্তা ৷ ভাঙচুর করে দেয়া হয় ট্রাফিক কিয়স্ক ও পুলিশের গাড়ি ৷ এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "প্রত্যেক বছর আমরা শুরুর দিকে একটি সমীক্ষা চালাই ৷ এ বছরও সেটার ব্যতিক্রম হয়নি ৷ কিন্তু, নতুন বছরে এক মাসও অতিক্রান্ত হয়নি, আর তার মধ্যে এতগুলি পথ দুর্ঘটনার ফলে চিন্তার মধ্যে ফেলেছে কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে ৷"