কলকাতা, 23 এপ্রিল: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ষড়যন্ত্রের মামলায় আরও তথ্য জানতে অভিযুক্ত রাজারামকে রেগকে নিজেদের হেফাজতে পেল লালবাজার ৷ মঙ্গলবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ বিচারক রাজারামকে 29 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের সঙ্গে রাজারাম রেগের কীভাবে যোগাযোগ হল ? তাঁরা কি কোথাও দেখা করেছিলেন, নাকি শুধুমাত্র ফোনে কথা হয়েছিল তাঁদের? কীভাবে অভিষেকের আত্মসহায়কের ফোন নম্বর রাজারামের হাতে এল এবং তাদের মধ্যে কী কথা হয়েছিল? পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাড়ি ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও কি গিয়েছিল রাজারাম? এরকম হাজারো প্রশ্নের উত্তর এখনও পাওয়া বাকি লালবাজারের ৷ এই দিকগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে জিজ্ঞাসাবাদ করে দেখার প্রয়োজন । এমনটাই এ দিন দাবি করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের তরফে আদালতে রাজারামকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয় ৷ সেই আবেদনে সাড়া দিয়ে আদালত রাজারামকে কলকাতা পুলিশের হেফাজতে পাঠিয়েছে ।
এরপরেই ব্যাঙ্কশাল আদালত থেকে রাজারামকে বের করে সোজা নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক আপে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা । রাজারামকে জিজ্ঞাসাবাদ করে একাধিক প্রশ্নের উত্তর পেতে চাইছে লালবাজার ৷