কলকাতা, 8 ফেব্রুয়ারি: ভোটের মুখে রাজ্য বাজেটে বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা ৷ পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও কিছুটা বাড়ানো হয়েছে ৷ তবে আজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করার সময় বিরোধীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন ৷ এই ঘটনায় উঠে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, এটা বিজেপির পার্টি অফিস নয় ৷
ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী - লক্ষ্মীর ভান্ডার
Bengal budget 2024: রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা ৷ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷
ETV BHARAT
Published : Feb 8, 2024, 3:46 PM IST
|Updated : Feb 8, 2024, 4:35 PM IST
রাজ্য বাজেটের উল্লেখযোগ্য দিকগুলি,
- লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 থেকে বেড়ে হল 1000 টাকা
- তফশিলি ও জনজাতি মহিলাদের ভাতা 1000 থেকে বেড়ে হল 1200 টাকা
- এর জন্য বার্ষিক 12 হাজার কোটি টাকা বরাদ্দ
- 60 বছর হয়ে গেলে সরাসরি বার্ধক্যভাতা
- 2 কোটি 11 লক্ষ মহিলা এই সুবিধা পাচ্ছে
- আরও 4 শতাংশ ডিএ ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের
- কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্যের ডিএ-র ফারাক 32%
- মে মাস থেকে কার্যকর হবে নতুন মহার্ঘভাতা
- বছরে 50 দিন কাজ, রাজ্যের নতুন প্রকল্প কর্মশ্রী
- সিভিক, ভিলেজ, গ্রিম পুলিশের ভাতা বাড়ল
- সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল 1000 টাকা । এর জন্য 180 কোটি টাকা বরাদ্দ হবে
- বেকারত্বের হার দেশের থেকে 3 শতাংশ কম
- মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প, 2 লক্ষ উপকৃত হবে ৷ এই খাতে 200 কোটি প্রস্তাব
- পরিযায়ী শ্রমিকরা কর্মস্থলেও পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে
- দারিদ্রসীমার নীচের মানুষের সংখ্যা কমে 8.60 শতাংশ হয়েছে বলে জানালেন চন্দ্রিমা
- গঙ্গাসাগর সেতু নির্মাণ করা হবে ৷ পুণ্যার্থীদের সুবিধে হবে ৷ 3 বছরে প্রকল্পটি সম্পূর্ণ হবে ৷ প্রথম বছরে এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ
- 640 মিটার দীর্ঘ শিল্প সেতু তৈরি হবে ৷ 246 কোটি টাকা খরচ ৷ প্রথম বছরে বরাদ্দ 100 কোটি টাকা
Last Updated : Feb 8, 2024, 4:35 PM IST