কলকাতা, 24 জুন:স্পেশাল ট্রেনের পর এবার স্পেশাল বাস ৷ ভিড় ঠেলে আর বাসে উঠতে হবে না মহিলাদের ৷ মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ বাসের পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ দফতর ৷ মঙ্গলবার পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী উদ্বোধন করবেন লেডিজ স্পেশাল বাসের।
পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত হাওড়া থেকে মহিলাদের জন্য স্পেশাল বাসের পরিষেবা শুরু হলেও আগামী দিনে শিয়ালদা থেকেও চলবে এই বাস ৷ তেমনইটাই চিন্তাভাবনা রয়েছে পরিবরণ দফতরের ৷ লেডিজ স্পেশাল বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলা যাত্রীরাই। লেডিজ স্পেশাল বাসের চালক এবং কন্ডাক্টরও হবেন মহিলারাই। মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে এই বাসের উদ্বোধন করবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷
সপ্তাহে প্রতিদিন এই বাসের পরিষেবা চালু থাকবে। বাসটি হাওড়া থেকে যাবে বালিগঞ্জ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে 9টা এবং 10টার সময় হাওড়া থেকে ছাড়বে নন-এসি এই বাস। জানা গিয়েছে, আপাতত দুটি বাস চালানো হলেও পরবর্তীতে যাত্রী সংখ্যা দেখে লেডিস স্পেশাল বাসের সংখ্যাও বাড়ানো হতে পারে । সূত্রের খবর, বাসের ভাড়া 4 টাকা থেকে 11 টাকা ধার্য করা হয়েছে । এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হবে। বাসটি হাওড়া স্টেশন চত্বর থেকে ছেড়ে এসপ্ল্যানেড হয়ে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে বালিগঞ্জ পৌঁছবে।
লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসে যে জয় এসেছে, তার অন্যতম মূল কারণ লক্ষীর ভান্ডারের অর্থ বৃদ্ধি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । পাশাপাশি কন্যাশ্রী-সহ বার্ধক্যভাতার মতো একাধিক সামাজিক প্রকল্প যে মহিলাদের মন জয় করেছে, তা বলাই বাহুল্য। এবার আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার ৷ অফিস-সময়ে মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়াদের পাশাপাশি এই স্পেশাল বাস চালু হলে অনেক কর্মরতা মহিলারাও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে ৷ এর আগে 2013 সালের লেডিস স্পেশাল বাস চালানোর পরিকল্পনা করা হলেও তা ফলপ্রসু হয়নি । এবার সেই স্বপ্নই যেন সফল হল ৷