পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মংপুতে ধস! গাছের নীচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের - LANDSLIDE IN MANGPU

Landslide in Darjeeling: ধসের কারণে ভেঙে পড়ল গাছ ৷ সেই গাছের নীচে চাপা পড়ে মৃত্যু হল মংপু সিঙ্কোনা প্ল্যান্টেশনের এক কর্মীর ৷ রাজ্যের তরফে নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 8:14 PM IST

Landslide in  Darjeeling
গাছের নীচে চাপা পরে মৃত্যু শ্রমিকের (ইটিভি ভারত)

দার্জিলিং, 4 জুলাই: ধসের জেরে গাছ চাপা পড়ে মৃত্যু সিঙ্কোনা বাগানের এক শ্রমিকের। ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় মংপু কুলেন কারখানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিঙ্কোনা বাগানের ওই শ্রমিকের নাম প্রকাশ থাপা। তিনি চালিশধুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। মংপু সিঙ্কোনা প্ল্যান্টেশনে কর্মরত ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মংপু থানার পুলিশ।

ধসের কারণে ভেঙে পড়ল গাছ, মৃত্যু শ্রমিকের (ইটিভি ভারত)

পরবর্তীতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, " এদিন সকালে কারখানার কাছে আচমকা ধস নামে ৷ ধসের জেরে একটি গাছ কর্মরত শ্রমিকের উপর পড়ে ৷ এর ফলে ঘটনাস্থলেই সিঙ্কোনা শ্রমিকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাজ্যের তরফে নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।"

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়। এর আগে ধসে মৃত্যু হয়েছিল বিজনবাড়ির এক বাসিন্দার । সম্প্রতি মিরিকেও ধসের ঘটনা ঘটে। এছাড়াও রোহিনী, মহানদী, কার্শিয়াংয়ের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে। ধসে ক্ষতি হয়েছে অন্তত 40টি বাড়ির। ধসের পর মেরামত ও সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)। বরাদ্দও করা হয়েছে প্রায় 5 কোটি টাকা। কিন্তু শ্রমিকের মৃত্যুতে ফের একবার চিন্তায় জিটিএ ও জেলা প্রশাসন।

পাশাপাশি বিপর্যস্ত দার্জিলিঙে বন্ধ একাধিক রাস্তা। আংশিকভাবে ধসে গিয়েছে 10 নং জাতীয় সড়ক। জাতীয় সড়ক বন্ধ থাকায় পাহাড়ে আটকে পড়েছেন বহু পর্যটকেরা। একাধিক রাস্তা বন্ধ থাকায় রেলওয়ে ট্র্যাকের উপর দিয়েই কোনওরকমে চলছে যানবাহন। বৃষ্টির জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। একনাগাড়ে এইভাবে বৃষ্টি চলতে থাকলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details