কলকাতা, 15 সেপ্টেম্বর:জুনিয়র ডাক্তারদের সঙ্গে পরপর বৈঠক ভেস্তে যাওয়ায়, রাজ্য প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে বলে আঙুল তুলেছেন প্রতিবাদীরা ৷ তবে সেই অভিযোগ খণ্ডন করতে ফের আসরে নামলেন কুণাল ঘোষ ৷ আবারও একটি অডিয়ো প্রকাশ করেছেন তিনি ৷ আর সেই অডিয়ো প্রকাশ করে তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে, জুনিয়র ডাক্তারদের মনে জটিলতার মানসিকতা ছিল বলেই ভেস্তে গিয়েছে বৈঠক ৷ এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল কুণাল ঘোষের প্রকাশ করা কল রেকর্ড ঘিরে । সোশাল মিডিয়ায় তিনি যে কলরেকর্ড প্রকাশ করেছেন সেখানে বাম নেতাদের কথোপকথন রয়েছে বলে দাবি তাঁর ৷ আরজি কর আবহে এই নিয়েই হৈ-চৈ পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ সেই কল রেকর্ডের সূত্র ধরেই পুলিশ সিপিআইএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে । আন্দোলনকারী ডাক্তারদের উপর হামলার চক্রান্তের অভিযোগ এনে গোপন কল রেকর্ড প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ ৷
এবার তিনি যে অডিয়োটি প্রকাশ করলেন সেটি জুনিয়র ডাক্তারদের কথোপকথন বলে দাবি করেছেন তিনি । তাঁর দাবি, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনায় বসার আগে ওই কথাবার্তা চলে জুনিয়র ডাক্তারদের মধ্যে ৷ যে অডিয়োতে বৈঠক নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যে দুটি ভিন্নমত শোনা গিয়েছে । যা নিয়ে আরও একবার বিতর্কের ক্ষেত্র তৈরি হয়েছে ।