চাকরি প্রার্থীদের নিয়োগে আইনি জট নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে কুণাল ঘোষ কলকাতা, 5 ফেব্রুয়ারি: এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে আইনি জট কাটাতে সোমবার রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে দেখা করলেন কুণাল ঘোষ ৷ এ দিন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে গিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করেন ৷
অভিযোগ, মামলার পর মামলার জটিলতায় এসএলএসটি চাকরি প্রার্থীদের (বিশেষত কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে) নিয়োগ প্রক্রিয়া দিনের পর দিন আটকে যাচ্ছে । হতাশায় চাকরিপ্রার্থীরা অ্যাডভোকেট জেনারেল ও কুণাল ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশনও দিয়েছেন । সেই নিয়েই ওই চাকরি প্রার্থীদের নিয়ে এ দিন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করেন তিনি ৷ সেখানে তিনি এসএলএসটি চাকরিপ্রার্থীদের বক্তব্য অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা করেন ৷ পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোভাবও অ্যাডভোকেট জেনারেলকে জানান কুণাল ঘোষ ।
পরে তিনি বলেন, "যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে বিকাশরঞ্জন ভট্টাচার্যরা একের পর এক মামলা করে নিয়োগ প্রক্রিয়াকে জটিল গড়ে তুলেছেন । কিভাবে এই আইনের জটিলতা কাটানো যায়, সেই নিয়েই কথা বলেছি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে ।’’
তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যখন সমস্ত বক্তব্য শুনে এঁদের বিষয়ে সম্মতি দিয়েছিলেন । অনেক প্রার্থী সুপারিশ পত্র পাওয়ার পর স্কুল পর্যন্ত পেয়ে গিয়েছিল । সেই সময় বিকাশবাবুরা অযোগ্য প্রার্থীদের হয়ে মামলা করে পুরো প্রক্রিয়া আটকে দিয়েছেন ৷ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আজ এজির সঙ্গে দেখা করে বিষয়টি দেখতে অনুরোধ করেছি ।"
আরও পড়ুন:
- এমএলএ হস্টেলের সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, উদ্বিগ্ন বিধানসভার অধ্যক্ষ
- আইনি জট কাটাতে মমতার বাড়িতে হাজির চাকরি প্রার্থীরা, গেলেন তৃণমূল ভবনেও
- অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডে বামেদের মঞ্চে পাঠানো উচিত প্রধান বিচারপতির, বিস্ফোরক কুণাল