পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরি প্রার্থীদের নিয়োগে আইনি জট নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে কুণাল ঘোষ

Kunal Ghosh: সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে দেখা করেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ তাঁর সঙ্গে ছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা ৷ সেখানে এই চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে কথা বলেন তিনি ৷

Kunal Ghosh
Kunal Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 3:31 PM IST

Updated : Feb 5, 2024, 4:27 PM IST

চাকরি প্রার্থীদের নিয়োগে আইনি জট নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে কুণাল ঘোষ

কলকাতা, 5 ফেব্রুয়ারি: এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে আইনি জট কাটাতে সোমবার রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে দেখা করলেন কুণাল ঘোষ ৷ এ দিন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে গিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করেন ৷

অভিযোগ, মামলার পর মামলার জটিলতায় এসএলএসটি চাকরি প্রার্থীদের (বিশেষত কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে) নিয়োগ প্রক্রিয়া দিনের পর দিন আটকে যাচ্ছে । হতাশায় চাকরিপ্রার্থীরা অ্যাডভোকেট জেনারেল ও কুণাল ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশনও দিয়েছেন । সেই নিয়েই ওই চাকরি প্রার্থীদের নিয়ে এ দিন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করেন তিনি ৷ সেখানে তিনি এসএলএসটি চাকরিপ্রার্থীদের বক্তব্য অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা করেন ৷ পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোভাবও অ্যাডভোকেট জেনারেলকে জানান কুণাল ঘোষ ।

পরে তিনি বলেন, "যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে বিকাশরঞ্জন ভট্টাচার্যরা একের পর এক মামলা করে নিয়োগ প্রক্রিয়াকে জটিল গড়ে তুলেছেন । কিভাবে এই আইনের জটিলতা কাটানো যায়, সেই নিয়েই কথা বলেছি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে ।’’

তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যখন সমস্ত বক্তব্য শুনে এঁদের বিষয়ে সম্মতি দিয়েছিলেন । অনেক প্রার্থী সুপারিশ পত্র পাওয়ার পর স্কুল পর্যন্ত পেয়ে গিয়েছিল । সেই সময় বিকাশবাবুরা অযোগ্য প্রার্থীদের হয়ে মামলা করে পুরো প্রক্রিয়া আটকে দিয়েছেন ৷ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আজ এজির সঙ্গে দেখা করে বিষয়টি দেখতে অনুরোধ করেছি ।"

আরও পড়ুন:

  1. এমএলএ হস্টেলের সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, উদ্বিগ্ন বিধানসভার অধ্যক্ষ
  2. আইনি জট কাটাতে মমতার বাড়িতে হাজির চাকরি প্রার্থীরা, গেলেন তৃণমূল ভবনেও
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডে বামেদের মঞ্চে পাঠানো উচিত প্রধান বিচারপতির, বিস্ফোরক কুণাল
Last Updated : Feb 5, 2024, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details