কলকাতা, 16 অক্টোবর: লক্ষ্মী পুজোয় কি বৃষ্টি সামান্য হলেও বিঘ্ন ঘটাতে পারে ? আলিপুর আবহাওয়া দফতর সেই আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছে। বর্ষা বিদায়ের পরে যৎসামান্য বৃষ্টি বিক্ষিপ্তভাবে হচ্ছে ঠিকই তাতে উৎসবের আবহ বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভবনা নেই।
বর্ষা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ-সহ গোটা পূর্ব এবং উত্তর পূর্ব ভারত থেকে বিদায় নিয়েছে। সেই হিসেবে দেখতে গেলে নির্ধারিত দিনের তিনদিন পরে এই রাজ্য থেকে বর্ষার বিদায় হয়েছে। আগামী দুদিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের বাকি অংশ থেকেও বিদায় নেবে। বর্ষা বিদায় নেওয়ায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি যথেষ্ট থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। দিনের বেলায় রোদের তাপ যথেষ্ট চড়া। সূর্য ডোবার পরে হাল্কা ঠান্ডা অনুভূত হবে।
বুধ, বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টির পূর্বাভাস:
আজ, 16 অক্টোবর দক্ষিণবঙ্গে পাঁচটি এবং উত্তরবঙ্গে জেলা গুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। আগামিকাল 17 অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার, 18 অক্টোবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।