কলকাতা, 19 নভেম্বর: দিনের তাপমাত্রায় ঠান্ডার আমেজে ৷ তবে টানা রোদে বসে থাকলে হালকা অস্বস্তি । যদিও ত্বকে পড়ছে টান। কিন্তু সন্ধ্যা নামার পরে ঠান্ডা অনুভূত হচ্ছে ৷ হিমের দাপট বেশ ভালোরকম উপলব্ধ হচ্ছে ৷ রাত বাড়ার সঙ্গে ঠান্ডার অনুভূতিও বাড়ছে ৷ রাতে ঠান্ডার দখল নিলেও দিনের বেলায় এখনও গায়ে চাদর চাপানোর পরিস্থিতি হয়নি ৷ হাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আপাতত চলবে। আজ, মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যত্রাক্রমে 28 ও 18 ডিগ্রির আশেপাশে থাকবে।
কলকাতার শীত বিলাসীদের জন্য কবে আসছে সুখবর ?
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকেছে । যা মরশুমের প্রথমবার ৷ আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হবে পরিষ্কার, আবহাওয়া হবে মনোরম ৷ অনুভূত হবে হালকা শীতের আমেজ ৷
উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে ৷ দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি দাপট কুয়াশার ৷ ভোরের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা পরিস্থিতি থাকবে। ঠান্ডার প্রথম স্পেলেই আশা জাগানো পারফরম্যান্স। শান্তিনিকেতন ও পুরুলিয়ায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। কলকাতাতেও 18 ডিগ্রির ঘরে তাপমাত্রা ৷ রাজ্যজুড়েই শীতের প্রস্তুতি ৷
দক্ষিণবঙ্গে ঠান্ডার পরিস্থিতি কীরকম ?