কলকাতা, 13 অক্টোবর: বিদায়ের পথে বর্ষা! আগামী দুদিনের মধ্যে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানিয়ে দিল মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর আগেই বলেছিল নতুন সপ্তাহে বর্ষার বিদায় ঘণ্টা বাজবে। মৌসম ভবনের ঘোষণা সেই বিদায় নিশ্চিত করল।
বর্ষা বিদায়ের আগে সমুদ্রে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়। কয়েকদিন আগে সেইরকম একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। কিন্তু, ঘূর্ণাবর্তটি বঙ্গ থেকে দূরত্ব বাড়ানোয় তার প্রভাব এ রাজ্যে পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সাতদিন কোনও ঝড়-বৃষ্টি সংক্রান্ত সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হবে স্থানীয় মেঘের কারণে। 15 অক্টোবর মঙ্গলবার দুর্গাপুজোর কার্নিভালের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষা বিদায়ের পূর্বাভাস:
দেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছিল ক'দিন আগে থেকেই। বিহার, ঝাড়খণ্ডে ইতিমধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। নতুন সপ্তাহে বাংলা, ওড়িশা, সিকিম থেকেও বর্ষা বিদায়ের অনুকুল পরিস্থিতি তৈরি হতে চলেছে। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের ক্যালেণ্ডার অনুযায়ী বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় দশ থেকে বারো অক্টোবরের মধ্যে। এই বছর বর্ষার বিদায় বিলম্বিত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু, সেই বিলম্ব দীর্ঘায়িত হবে না বলেই আশা করা হচ্ছে।