কলকাতা, 19 অক্টোবর: ঘূর্ণাবর্ত, নিম্নচাপ পিছু ছাড়ছে না কিছুতেই ! বর্ষা বিদায়ের পরেও তাই এখনই বৃষ্টি থামছে না বঙ্গে ৷ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আগামী 20 অক্টোবর আন্দামানের ওপর ঘনীভূত হতে চলেছে। এর প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র 22 অক্টোবর মঙ্গলবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে। এরপর এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়িয়ে 24 অক্টোবর বৃহস্পতিবার নাগাদ একটি শক্তিশালী নিম্নচাপে পরিনত হবে।
উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা:
- এই নিম্নচাপের প্রভাবে 19 অক্টোবর, শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
- আগামীকাল, 20 অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আর দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- 21 অক্টোবর দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলা শুষ্কই থাকবে।
- 22 অক্টোবর, মঙ্গলবার দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলা শুষ্কই থাকবে। উত্তরবঙ্গেও মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে।