কলকাতা, 17 নভেম্বর: খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের দিকে বন্দুক তাক করা হয়েছিল মাত্র দু'দিন আগে। এরপর রবিবার সকালে সোনার দোকানে লুটের চেষ্টা হল বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত দীপঙ্কর পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, সোনার দোকানের কর্মীকে রক্তাক্ত অবস্থায় শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। গোটা ঘটনার পর ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়ে। কারণ, প্রকাশ্যে শহরের বুকে সোনার দোকান লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ এমনকী বাধা পেয়ে সোনার দোকানের কর্মীকে ধারালো অস্ত্রের কোপও মারা হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে এলাকায় পুলিশি টহলদারি ব্যবস্থা নিয়েও।
ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার আরিশ বিলাল। তিনি ইটিভি ভারতকে বলেন, "ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। অন্যজন পালিয়ে গিয়েছে ৷ তাকেও আমরা খুব দ্রুত গ্রেফতার করব ৷ যাকে আমরা গ্রেফতার করছি তার নাম দীপঙ্কর পাল। তিনি একটি বেসরকারি হাসপাতালের নার্স।"
দীপঙ্কর পালকে প্রাথমিকভাবে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, শেয়ার মার্কেটে বিপুল টাকা খুইয়ে এই লুটের ঘটনা ঘটিয়েছেন। বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পূর্ব যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও যে সোনার দোকানে ডাকাতি হয়েছে তার চারপাশ এবং রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে কলকাতা পুলিশ। দিনের আলোয় এমন জনবহুল স্থানে সোনার দোকানে লুটের চেষ্টার ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।