কলকাতা, 7 জুন: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের ভালো রেজাল্ট হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে তাদের ফোনে ফ্রি-রিচার্জ করিয়ে দেবেন - এমনই প্রলোভন দেখিয়ে সোশাল মিডিয়ায় জালিয়াতির জাল বুনছে সাইবার দস্যুরা । সংশ্লিষ্ট মেসেজের সঙ্গে একটি বিশেষ লিংক দেওয়া আছে । বিজ্ঞাপনে বলা হচ্ছে, যে ওই লিংকে ক্লিক করলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিনামূল্যে রিচার্জ হয়ে যাবে । অথচ গোটা বিষয়টি মিথ্যা বা ভুয়ো ।
এটি মূলত সাইবার দস্যুদের প্রলোভন । একবার সংশ্লিষ্ট লিংকে ক্লিক করলেই গায়েব হয়ে যাবে ব্যাংকের যাবতীয় জমানো টাকা । এবার এই বিষয়ে নাগরিকদের সর্তক করতে অভিযানে নামলেন কলকাতার সাইবার থানার গোয়েন্দারা । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "লোকসভা নির্বাচনের মাঝামাঝি সময়কাল থেকে এই বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছিল । অবশেষে আমরা নিজেদের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে এই বিষয় থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছি । কারণ এ কথা পুরোপুরি মিথ্যা । একবার তাদের দেওয়া লিংকে ক্লিক করলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে । যতই দিন যাচ্ছে সাইবার দস্যুরা নিজেদের অপারেটিং বা অপরাধের ধরন বদলাচ্ছে।"