কলকাতা, 30 জানুয়ারি: ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম কৌশিক লাহিড়ি ৷ তিনি কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকার বাসিন্দা ৷ ধৃত দু’জনের নাম ছাড়ুয়াহম্মেহ বৈদ্য ও আফতাবুদ্দিন ৷
কলকাতা পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে রবীন্দ্র সরোবর থানায় আসেন শুচিস্মিতা লাহিড়ি নামে এক মহিলা ৷ থানার আধিকারিকদের ওই মহিলা জানান, গত 22 জানুয়ারি অফিসের কাজে পুরী যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী কৌশিক লাহিড়ি । কিন্তু তারপর থেকে তাঁর স্বামীর আর কোনও খোঁজ পাননি তিনি । গত রবিবার তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে । তখনই তিনি স্বামীকে অপহরণের বিষয়টি জানতে পারেন ৷
ধৃত অভিযুক্ত (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি) ওই মহিলা পুলিশকে আরও জানিয়েছেন, তাঁর কাছে 14 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় ৷ প্রাথমিকভাবে অনলাইনে 50 হাজার টাকা দেন ৷ তার পর থেকে অপরহণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয় ৷ তারাও কোনও ফোন করেনি ৷ আবার শুচিস্মিতার ফোনও ধরেনি ৷ এর পরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷
এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "অপহৃত ওই ব্যক্তি অভিযুক্তদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা ধার নিয়েছিলেন । তার মধ্যে কয়েক লক্ষ টাকা তিনি ফেরালেও বকেয়া ছিল অনেক টাকা ৷ তদন্ত নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তদের বিভিন্ন সময়ে তিনি টাকা দেওয়ার নাম করেও তাদের টাকা দেননি ।’’
ধৃত অভিযুক্ত (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি) সেই টাকা আদায়েই অপহরণ বলে পুলিশ জানিয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, কৌশিক লাহিড়ির উপর অনেকদিন থেকেই নজর রাখছিল অপহরণকারীরা ৷ তিনি ওড়িশা যেতেই সেখানে অপহরণকারীরা চলে যায়৷ পুরী থেকে তাঁকে অপহরণ করা হয় ৷ সেখান থেকে একটি গাড়িতে নিয়ে আসা উত্তর 24 পরগনার হাবরায় ৷ সেখানে একটি ফ্ল্যাটে রাখা হয় ৷
সেখান থেকেই মুক্তিপণের জন্য শুচিস্মিতা লাহিড়িকে ফোন করা হয় ৷ যে নম্বর থেকে মুক্তিপণের জন্য ফোন এসেছিল, সেই নম্বরের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে গিয়ে হাবরার ঠিকানা উদ্ধার করে পুলিশ ৷ তার পর সেখানে তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । পাশাপাশি উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা । তাদের আগামিকাল, শুক্রবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ ।
অপহৃত ব্যবসায়ী (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি) লালবাজার সূত্রের খবর, হাবরার যে ফ্ল্যাটে কৌশিক লাহিড়িকে বন্দি করে রাখা হয়েছিল, সেই ফ্ল্যাটের মালিকের সঙ্গেও তদন্তকারীরা কথা বলছেন । অপহরণের ঘটনায় ব্যবহার করা ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।