কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে ধৃত পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কে সিবিআই-এর হাতে তুলে দিল লালবাজার ৷ তদন্ত নেমে সময় নষ্ট না-করেই এবার আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়-কে জেরা করতে প্রস্তুত সিবিআই ৷ এই ঘটনার তদন্তের জন্য বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে 7 সদস্যের সিবিআই-এর বিশেষ দল ৷ এই দলের সঙ্গে রয়েছেন কয়েকজন ফরেন্সিক বিশেষজ্ঞ ৷
কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কে নিয়ে আইন ব্রাঞ্চ বিভাগে আসেন কলকাতা পুলিশের এসআইটি-এর সদস্যরা। এর আগে গতকাল রাত ও আজ সকালে সঞ্জয়কে নিয়ে তারা এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। তার স্বাস্থ্য পরীক্ষা হয়। স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় রিপোর্ট সঙ্গে নিয়ে এই ঘটনার উদ্ধার হওয়া সামগ্রী-সহ একাধিক নথিপত্র সমেত সঞ্জয়-কে নিজেদের গাড়িতে চাপিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা।