পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর কেনাকাটার জন্য শনি ও রবিবার বিশেষ মেট্রো পরিষেবা - Durga Puja Special Metro - DURGA PUJA SPECIAL METRO

Metro to run additional services for Durga Puja shoppers: শনিবার থেকে চালু হচ্ছে প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা। এমনটাই জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। এক নজরে দেখে নিন মেট্রোর সময়সূচি ৷

Durga Puja Special Metro
পুজোর কেনাকাটার জন্য বিশেষ মেট্রো (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 12:47 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর:সামনেই দুর্গা পুজো। আর এক মাসও বাকি নেই ৷ আর তার আগে পুজোর কেনাকাটা করতে শহরমুখী আমজনতা ৷ এ কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবারও সপ্তাহান্তে চালানো হবে বিশেষ মেট্রো। আগামী শনিবার থেকে শুরু হবে এই বিশেষ পরিষেবা ৷ এমনটাই জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।

দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর পুজো মানেই, নতুন জামা-জুতো। তাই প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। আর কেনাকাটার জন্য হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার থাকলেও পুজো শপিংয়ের মক্কা এখনও সেই নিউ মার্কেট। তাই কলকাতার মানুষের সুবিধার জন্য আগের বারের মতো এবারও বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার পথ ঘোষণা করল কলকাতা মেট্রো রেল। যার নাম দেওয়া হয়েছে স্পেশাল প্রি-পুজো মেট্রো পরিষেবা।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 14 ও 21 সেপ্টেম্বর প্রতি শনিবার 234টির পরিবর্তে 262টি পরিষেবা দেওয়া হবে। এর পাশাপাশি 28 সেপ্টেম্বর এবং 5 অক্টোবর 234টির পরিবর্তে 288টি পরিষেবা দেওয়া হবে। এছাড়াও 15 থেকে 22 এবং 29 সেপ্টেম্বর এবং 6 অক্টোবর অর্থাৎ এই রবিবারগুলি 130টির পরিবর্তে 196টি পরিষেবা দেওয়া হবে।

পুজোর আগের শনিবারগুলি দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:50 মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে।
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে।

পুজোর আগে শনিবার গুলির দিনের শেষ পরিসেবার সময়সূচি:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9:28 মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9:30 মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে।
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে।

পুজোর আগের রবিবারগুলিতে দিনের প্রথম পরিষেবা:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9 টায়
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9 টায়।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9 টায়।
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9 টার সময়।

পুজোর আগের রবিবারগুলিতে দিনের শেষ মেট্রো:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.27 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.30 টার সময়।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে ।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ।
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে।

পুজোর আগে শনিবার ও রবিবার গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2 এবং পার্পেল ও লাইন অরেঞ্জ লাইনে আগের সময়সূচি মেনেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

ABOUT THE AUTHOR

...view details