কলকাতা, 23 অগস্ট:আগামী সোমবার অর্থাৎ 26 অগস্ট জন্মাষ্টমী । ওই দিন ব্লু লাইনে কমবে মেট্রোর সংখ্যা । আজ একথা জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ।
আগামী সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বেশিরভাগ স্কুল, কলেজ এবং কিছু অফিস ছুটি । তাই স্বাভাবিকভাবেই মেট্রোর যেটি মেইন লাইন অর্থাৎ নর্থ-সাউথ করিডোর, সেই রুটে অনেক কম সংখ্যক যাত্রী যাতায়াত করবেন । তাই কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ওই লাইনে পরিষেবার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সাধারণত নর্থ-সাউথ করিডোরে সারাদিনে 288টি মেট্রো পরিষেবা থাকে ৷ তবে জন্মাষ্টমীর দিন সারাদিনে চলবে 234টি পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন ট্রেন চলবে ৷
জন্মাষ্টমীতে ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:
দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:50 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:50 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 6:55 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7:00 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
ব্লু লাইনে দিনের শেষ মেট্রো:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:28 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:30 মিনিটে । সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
রাত 10:40 মিনিটে যে বিশেষ মেট্রো ব্লু লাইনে চালানো হয় কবি সুভাষ থেকে দমদমের মধ্যে, সেটি ওইদিনও নিয়ম মেনেই চলবে ।
গ্রিন লাইন 1