কলকাতা, 26 মে: সন্ধ্যা যত গড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আতঙ্ক ততই ধেয়ে আসছে ৷ রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ৷ ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ একই পথে হেঁটেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
এদিন কলকাতা মেট্রো তরফে জানানো হয়, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করছে। তবে মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে বেশ কিছুক্ষণ বন্ধ করা হয়েছে মেট্রো পরিষেবা। এর কারণ হিসাবে জানানো হয়েছে, মহানায়ক উত্তম কুমারের পর থেকেই দক্ষিণ 24 পরগনা শুরু হচ্ছে ৷ যেহেতু ক্যানিংয়, সাগর দ্বীপে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে গড়িয়া-সহ দক্ষিণের শহরতলিতেও ৷ তাই যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই ওই অংশে আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় মেট্রো চলাচল।
আরও পড়ুন:অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল! কলকাতা বিমানবন্দরে বাতিল তিনশোরও বেশি বিমানের ওঠা-নামা