পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বিঘ্নিত মেট্রো পরিষেবা - Cyclone Remal Update

Kolkata Metro Railway Services Disrupted: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে বাঁচতে তৎপর মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ট্রেনের পর ঘূর্ণিঝড়ের প্রভাবে একাংশে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা ৷ মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে বন্ধ ছিল মেট্রো ৷

Kolkata Metro Railway Services Disrupted
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মেট্রো পরিষেবাতেও (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 7:53 PM IST

কলকাতা, 26 মে: সন্ধ্যা যত গড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আতঙ্ক ততই ধেয়ে আসছে ৷ রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ৷ ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ একই পথে হেঁটেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা।

এদিন কলকাতা মেট্রো তরফে জানানো হয়, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করছে। তবে মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে বেশ কিছুক্ষণ বন্ধ করা হয়েছে মেট্রো পরিষেবা। এর কারণ হিসাবে জানানো হয়েছে, মহানায়ক উত্তম কুমারের পর থেকেই দক্ষিণ 24 পরগনা শুরু হচ্ছে ৷ যেহেতু ক্যানিংয়, সাগর দ্বীপে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে গড়িয়া-সহ দক্ষিণের শহরতলিতেও ৷ তাই যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই ওই অংশে আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় মেট্রো চলাচল।

আরও পড়ুন:অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল! কলকাতা বিমানবন্দরে বাতিল তিনশোরও বেশি বিমানের ওঠা-নামা

কলকাতা মেট্রো ব্লু লাইন ওয়ানে ঝড়ের কারণে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, তার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, কোথাও মেট্রো স্টেশনের শেড উড়ে যাওয়ার খবর নেই। অত্যন্ত সাবধানতায় মেট্রো পরিষেবা নির্দিষ্ট স্টেশন পর্যন্ত চালু রাখা হয়েছে ৷

প্রসঙ্গত, জেলার বিভিন্নপ্রান্তে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নজরে আসছে ৷ বৃষ্টির পাশাপাশি দোসর হয়েছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ কলকাতা পৌরনিগমের তরফ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন ৷ একাধিক জায়গায় মাইকিং করে জনসাধারণকে সচেতনও করা হচ্ছে ৷ রাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পরতে পারে ৷ পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত প্রশাসন ৷

আরও পড়ুন:ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে সতর্ক রেল, শিয়ালদা দক্ষিণ ও বারাসত-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

ABOUT THE AUTHOR

...view details