পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুজো কার্নিভালের জন্য আজ মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো, রইল সময়সূচি

দুর্গাপুজো শেষ হয়েছে ৷ এবার প্রতিমা নিরঞ্জনের পালা। মঙ্গলবার রেড রোডে রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। এই উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা।

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Kolkata Metro Rail
মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো (ইটিভি ভারত)

কলকাতা, 15 অক্টোবর: আজ, মঙ্গলবার রেড রোডে রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। তাই এদিন ব্লু লাইনে মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। সোমবার এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

দুর্গাপুজো শেষ হয়েছে ৷ এবার প্রতিমা নিরঞ্জনের পালা। তাই প্রতি বছরের মতো এই বছরেও রেড রোডে সারম্বরে দুর্গাপুজো কার্নিভাল আয়োজিত হতে চলেছে। এই কার্নিভাল দেখতে শহর এবং বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন শহর কলকাতায়। কার্নিভাল দেখে ফেরার সময় যাতে যাত্রীদের কোনও সমস্যায় পড়তে না হয়, তাই মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে ব্লু লাইনে রাত 11টায় শেষ মেট্রো ছাড়বে। তবে গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষে শেষ মেট্রোর সময় 10 মিনিট কমানো হয়েছে।

মঙ্গলবার রেড রোডের কার্নিভালের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষকে ব্লু লাইনে মধ্যরাত পর্যন্ত পরিষেবা দেওয়ার আবেদন করা হয়েছিল। কলকাতা মেট্রো রেলের তরফে রাজ্যে সরকারের সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রো পরিষেবার সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনে শেষ মেট্রোর সময়সূচি:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার জন্য দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টা 48 মিনিটে।
  • পাশাপাশি, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টা 40 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার জন্য দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 11টার সময়।
  • এদিকে, কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার জন্য দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 11টার সময়।
আরও পড়ুন
বড় সিদ্ধান্ত মেট্রোর ! গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে পরিষেবা
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, গঙ্গার তলায় মেট্রো এবার রবিবারও

ABOUT THE AUTHOR

...view details