কলকাতা, 31 ডিসেম্বর: পয়লা জানুয়ারি থেকে ভাড়া বাড়ছে মেট্রোর। ব্লু লাইনে রাতের বিশেষ মেট্রো পরিষেবার ভাড়া বাড়াতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ ৷ ইংরেজি নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বুধবার থেকেই বাড়ছে ভাড়া ৷ মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে ৷
রাত 10 টা40 মিনিটে যে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হয় সেখানেই ভাড়া বাড়তে চলেছে বলেই সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে তা তখনকার মতো স্থগিত রাখা হয়। তবে, নতুন বছর থেকে রাতের বিশেষ মেট্রোর ভাড়া যে পাকাপাকিভাবে বাড়ছে তা স্পষ্ট জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
বছর শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর (ইটিভি ভারত) ব্লু লাইন অর্থাৎ দমদম এবং কবি সুভাষ রুটে রাতের যে মেট্রো চলে তাতে নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত 10 টাকা বেশি দিতে হবে যাত্রীদের ৷ গত 10 ডিসেম্বর থেকে রাত 10 টা 40 মিনিটে বিশেষ মেট্রো চালায় মেট্রো কর্তৃপক্ষ। এই ট্রেনেই দিতে হবে 10 টাকার সার্জ। আপাতত পরীক্ষামূলকভাবে ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল, রাতের বিশেষ মেট্রোয় তেমন ভিড় হয় না। তবে এই পরিষেবা বজায় রাখতে মেট্রোর যে খরচ বহন করা হচ্ছে তাতে কর্তৃপক্ষকে লোকসানের মুখ দেখতে হচ্ছে । তাই এই বিশেষ রাত্রিকালীন পরিষেবা বজায় রাখতেই দূরত্ব নির্বিশেষে টিকিটের সঙ্গে অতিরিক্ত 10 টাকা সারচার্জ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হলেই কতটা লাভের মুখ দেখতে পাচ্ছে কর্তৃপক্ষ সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই নতুন ব্যবস্থাটি চালু রাখা হবে না, বন্ধ করে দেওয়া হবে।