পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেট্রোতে লাগু হচ্ছে সারচার্জ, শেষ ট্রেনে গুনতে হবে বেশি ভাড়া

10 ডিসেম্বর থেকে সারচার্জ প্রতি টিকিটে 10 টাকা করে লাগু করা হবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকে।

surcharge of metro ticket
এবার মেট্রোতে লাগু হচ্ছে সারচার্জ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 10:23 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর:বৃষ্টি হোক বা ভীষণ রোদ। কিছু দিন আগে পর্যন্ত অ্যাপ ক্যাবের মাধ্যমে গাড়ি বুক করলেই ভাড়ার সঙ্গে জোড়া হত সারচার্জ । এবার মেট্রোর ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে ৷ ভাড়ার সঙ্গে জুড়তে চলেছে সারচার্জ ৷ তবে চিন্তার কোনও কারণ নেই। ব্লু লাইনে রাতের শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে লাগু হচ্ছে 10 টাকার সারচার্জ। সোমবাার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

লোকসভা নির্বাচনের ঠিক আগে চলতি বছরের মে মাস থেকেই ব্লু লাইন 1-এ সোম থেকে শুক্রবার চালু করা হয় বিশেষ রাত্রিকালীন পরিষেবা।সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো পরিষেবা রাত 10.40 মিনিটে পাওয়া যায়। তবে আগে শেষ মেট্রো রাত 11টার সময় ছাড়ত। পরে শেষ মেট্রোর সময় পরিবর্তন করা হয়।

রাত 10.40 মিনিটে যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যায় মেট্রো। তবে হঠাৎ করেই কেন শেষ মেট্রো ভাড়া বাড়ানো হল ? কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, আগের চেয়ে আগে 11টার পরিবর্তে 10.40 টা মিনিট সময় করা হলেও শেষ মেট্রোতে তেমন ভিড় হচ্ছে না। তাই পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য ভাড়া বৃদ্ধি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে যে দূরত্ব নির্বিশেষে টিকিটের সঙ্গে অতিরিক্ত 10 টাকা সারচার্জ যুক্ত করা হবে।

আগামী 10 ডিসেম্বর থেকে সারচার্জ প্রতি টিকিটে 10 টাকা করে লাগু করা হবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকে রাত্রের পরিষেবার জন্য। টিকিট কাউন্টার থেকে টোকেন, পেপার টিকিট এবং স্মার্ট কার্ড বিক্রি করা হবে।

উল্লেখ্য যাত্রীদের মধ্যে মেট্রোর সময় বাড়ানো নিয়ে বেশ বিভিন্ন সময় আবেদন এসেছিল। এরপর কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মেট্রোর সময় বাড়ানো যায় কি না, সেই বিষয়টি বিবেচনা করতে বলা হয়। আদালতের রায়ের পরেই পরীক্ষামূলক ভাবে রাতের পরিষেবা শুরু হয়।

ABOUT THE AUTHOR

...view details