পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তুমিও হেঁটে দেখ...', পুজোর আগে শহর-পরিক্রমা ফিরহাদের - Durga Puja 2024 - DURGA PUJA 2024

Mayor Firhad Hakim: পুজোর আগে রাস্তার অবস্থা কী তা জানতে দর্শকদের হাঁটার আগেই সোমবার রাস্তায় নামছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ শহরের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন অংশ ঘুরে দেখবেন তিনি।

Mayor Firhad Hakim
হেঁটে দেখবেন মেয়র ফিরহাদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 6:20 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: পুলিশের দেওয়া তালিকা অনুসারে প্রায় 80 শতাংশ রাস্তা মেরামত হয়েছিল। তবে নতুন করে টানা বৃষ্টির ফলে ফের বেহাল রাস্তা। বিপুল টাকার কাঁচামালও নষ্ট হয়েছে কলকাতা কর্পোরেশনের। তবু জরুরি ভিত্তিতে ফের মসৃণ হচ্ছে শহরের পথঘাট, অলিগলি। পুজোয় দর্শক হাঁটার আগেই মহানগরের কোন রাস্তা কেমন তা হেঁটে খতিয়ে দেখবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সপ্তাহের প্রথমে রাতের শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখবেন রাস্তার হাল।

বাংলার শ্রেষ্ট উৎসব এখন আর রাজ্যের বা দেশে সীমাবদ্ধ নেই। দুর্গোৎসব এখন বিশ্বজনীন। তার সঙ্গে পাল্লা দিয়ে মহালয়ার আগেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট ঝকঝকে রাখার প্রস্তুতি সেরে রাখতে চায় পুরনিগম। এবারও সেই কাজ প্রায় হয়ে গিয়েছিল 80 শতাংশ এমনটাই জানা যাচ্ছে কলকাতা কর্পোরেশন সূত্রে। তবে লাগাতার বৃষ্টির জেরে ফের সেই সমস্ত রাস্তার হাল খারাপ হয়ে গিয়েছে। বিপুল টাকার বিটুমিন নষ্ট হয়েছে কর্পোরেশনের। তবে লক্ষ লক্ষ মানুষের সমাগমের কথা মাথায় রেখেই ফের প্রস্তুতি শুরু করে ফেলেছে কর্পোরেশনের রাস্তা বিভাগ।

সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম কলকাতা ট্রাফিক পুলিশ কর্তাদের কাছে আবেদন করেছেন, কোথাও কোনও মেরামতের কাজ বাকি থাকলে তার তালিকা দিতে ৷ সেই মতো বাকি রাস্তার কাজ শেষ করা হবে দিন কয়েকের মধ্যে। এখনও পুলিশের তরফে নতুন তালিকা কর্পোরেশনে জমা পড়েনি। 1 অক্টোবর তারিখে মুখ্যমন্ত্রী শুরু করবেন উৎসবের উদ্বোধন। আর তার আগেই সোমবার রাতে শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে পথঘাট দেখবেন ফিরহাদ।

জওহরলাল নেহেরু রোড থেকে শুরু করে সিআর অ্য়াভিনিউ হয়ে যতীন্দ্রমোহন রোড, শ্যামবাজার, এপিসি রোড, উল্টোডাঙা, সিআইটি রোড, কাঁকুরগাছি, ফুলবাগান, শিয়ালদা, এজেসি বোস রোড, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট, বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ, নিউ আলিপুর পেট্রোল পাম্প, জেমস লং সরণি, জোকা, মোমিনপুর, জাজেস কোর্ট রোড হয়ে হাজরা পৌঁছবেন তিলোত্তমার মহানাগরিক ।

ABOUT THE AUTHOR

...view details