কলকাতা, 29 সেপ্টেম্বর: পুলিশের দেওয়া তালিকা অনুসারে প্রায় 80 শতাংশ রাস্তা মেরামত হয়েছিল। তবে নতুন করে টানা বৃষ্টির ফলে ফের বেহাল রাস্তা। বিপুল টাকার কাঁচামালও নষ্ট হয়েছে কলকাতা কর্পোরেশনের। তবু জরুরি ভিত্তিতে ফের মসৃণ হচ্ছে শহরের পথঘাট, অলিগলি। পুজোয় দর্শক হাঁটার আগেই মহানগরের কোন রাস্তা কেমন তা হেঁটে খতিয়ে দেখবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সপ্তাহের প্রথমে রাতের শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখবেন রাস্তার হাল।
বাংলার শ্রেষ্ট উৎসব এখন আর রাজ্যের বা দেশে সীমাবদ্ধ নেই। দুর্গোৎসব এখন বিশ্বজনীন। তার সঙ্গে পাল্লা দিয়ে মহালয়ার আগেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট ঝকঝকে রাখার প্রস্তুতি সেরে রাখতে চায় পুরনিগম। এবারও সেই কাজ প্রায় হয়ে গিয়েছিল 80 শতাংশ এমনটাই জানা যাচ্ছে কলকাতা কর্পোরেশন সূত্রে। তবে লাগাতার বৃষ্টির জেরে ফের সেই সমস্ত রাস্তার হাল খারাপ হয়ে গিয়েছে। বিপুল টাকার বিটুমিন নষ্ট হয়েছে কর্পোরেশনের। তবে লক্ষ লক্ষ মানুষের সমাগমের কথা মাথায় রেখেই ফের প্রস্তুতি শুরু করে ফেলেছে কর্পোরেশনের রাস্তা বিভাগ।