কলকাতা, 5 নভেম্বর: ময়দানের তিন প্রধানের সমর্থন বার্তার থেকেও তোলপাড় হয়েছে আইএফএ সচিব অনির্বাণ দত্তের নৈহাটির তৃণমূল প্রার্থীর প্রতি পাশে থাকার বার্তা নিয়ে । এই ঘটনা উল্লেখ করে এক্কেবারে কেন্দ্রের ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখে ফেলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার তার পালটা জবাবে এআইএফএফ-এর সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবেকে টানলেন মেয়র ফিরহাদ হাকিম ।
মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 155তম জন্মদিন ছিল ৷ সেই উপলক্ষ্যে এদিন কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে দেশবন্ধুর মূর্তিতে মালা দেন মেয়র । সেখানেই তিনি এই প্রসঙ্গে উত্তর দেন ৷ তিনি ছাড়াও ছিলেন কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায় ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ।
আইএফএ সচিবের মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কী করে এমন একটি নিরপেক্ষ পদে বসে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করা যেতে পারে ? তিনি দাবি করেন, এমন ঘটনা নির্বাচনী বিধি লঙ্ঘনের সমান । সেই প্রসঙ্গেই সাংবাদিকদের উত্তরে এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘শুধু শুধু বিতর্ক । বালখিল্যের মতো কথা । যদি তাই হয়, তাহলে বিজেপির প্রার্থী কী করে হয়েছিলেন কল্যাণ চৌবে ? তাঁরও তো পদত্যাগ করা উচিত ছিল ।’’