পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএফএ সচিবের তৃণমূল প্রার্থীকে সমর্থন বিতর্ক নিয়ে শুভেন্দুকে পালটা জবাব ফিরহাদের - FIRHAD HAKIM

কলকাতার মেয়র এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবের প্রসঙ্গ তুলেছেন ৷ কল্যাণ কী করে ভোটে প্রার্থী হয়েছিলেন, সেই প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim
আইএফএ সচিবের তৃণমূল প্রার্থীকে সমর্থন বিতর্ক নিয়ে শুভেন্দুকে পালটা জবাব ফিরহাদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 8:11 PM IST

কলকাতা, 5 নভেম্বর: ময়দানের তিন প্রধানের সমর্থন বার্তার থেকেও তোলপাড় হয়েছে আইএফএ সচিব অনির্বাণ দত্তের নৈহাটির তৃণমূল প্রার্থীর প্রতি পাশে থাকার বার্তা নিয়ে । এই ঘটনা উল্লেখ করে এক্কেবারে কেন্দ্রের ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখে ফেলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার তার পালটা জবাবে এআইএফএফ-এর সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবেকে টানলেন মেয়র ফিরহাদ হাকিম ।

মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 155তম জন্মদিন ছিল ৷ সেই উপলক্ষ্যে এদিন কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে দেশবন্ধুর মূর্তিতে মালা দেন মেয়র । সেখানেই তিনি এই প্রসঙ্গে উত্তর দেন ৷ তিনি ছাড়াও ছিলেন কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায় ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ।

আইএফএ সচিবের মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কী করে এমন একটি নিরপেক্ষ পদে বসে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করা যেতে পারে ? তিনি দাবি করেন, এমন ঘটনা নির্বাচনী বিধি লঙ্ঘনের সমান । সেই প্রসঙ্গেই সাংবাদিকদের উত্তরে এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘শুধু শুধু বিতর্ক । বালখিল্যের মতো কথা । যদি তাই হয়, তাহলে বিজেপির প্রার্থী কী করে হয়েছিলেন কল্যাণ চৌবে ? তাঁরও তো পদত্যাগ করা উচিত ছিল ।’’

এদিকে পূর্ব বর্ধমানের কালনায় সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন, ‘‘অন্নপূর্ণা যোজনা পেতে হলে মহিলারা বিজেপির মেম্বারশিপ ফরম পূরণ করুন ।’’ সুকান্ত মজুমদারের এমন মন্তব্য নিয়ে ফিরহাদ বলেন, ‘‘সরকারের রাজনীতিকরণ করতে চাইছে বিজেপি । কই আমরা তো কখনও বলি না লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘স্বাস্থ্য সাথীর কার্ড কে পায় না ? সব রাজনৈতিক দলের মনোভাবাপন্ন লোকজন পান । এই ধরনের কথা বিজেপির লোকজনই বলতে পারে । সারা দেশেই রাজনীতিকরণ করেছে । নোংরা খেলা । জনগণের ট্যাক্সের টাকা দিয়েই প্রকল্পের ভাতা দেওয়া হয় । সেখানে দলের রং দেখা হবে কেন ?’’

এদিকে নৈহাটি-তে উপ-নির্বাচনের আগে সিআইডি তলব করেছে ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিংকে । সেই নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি । এই প্রসঙ্গে অর্জুনকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন ফিরহাদ হাকিম । তাঁর কথায়, ‘‘অর্জুন সিং কখন কোন দলে সেটাই জানা নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details