কলকাতা, 7 ফেব্রুয়ারি:বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের বাড়ি । তারপর সেই ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে উল্লাস করতে দেখা গিয়েছে সেখানকার বাসিন্দাদের । গোটা ঘটনায় তীব্র নিন্দায় সরব হলেন এবার বাংলার মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শুধু তাই নয়, দেশের সরকারকে এখনই হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি । দীর্ঘ কয়েক মাসব্যাপী চলা এই পরিস্থিতিতে বাংলায় প্রভাব পড়ার আশঙ্কা করলেন ফিরহাদ ।
বাংলাদেশের নৈরাজ্যে বঙ্গে প্রভাব পড়ার আশঙ্কা, ভারত সরকারকে হস্তক্ষেপের দাবি ফিরহাদের - FIRHAD HAKIM ON BANGLADESH UNREST
বাংলাদেশের অস্থিরতার প্রভাব বাংলায় পড়বে না তো ! চিন্তিত ফিরহাদ হাকিম ৷ কেন্দ্রকে হস্তক্ষেপের দাবি জানালেন তিনি ৷
![বাংলাদেশের নৈরাজ্যে বঙ্গে প্রভাব পড়ার আশঙ্কা, ভারত সরকারকে হস্তক্ষেপের দাবি ফিরহাদের Firhad Hakim on Bangladesh Unrest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/1200-675-23496514-thumbnail-16x9-firhad.jpg)
Published : Feb 7, 2025, 9:01 PM IST
এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "বাঙালি হিসেবে সকলে ব্যথিত । বাংলাদেশ আগে সংস্কৃতি ক্ষেত্রে ছিল এখন দুষ্কৃতী ক্ষেত্র । অপদার্থ ইউনুস সরকার দেশটাকে শেষ করে দিচ্ছে । উচিত হল ভারত সরকারের এখনই হস্তক্ষেপ করা । সেই সময় ইন্দিরাগান্ধি সাহায্য করেছিলেন । গুঁড়িয়ে দিত পাকিস্তান । মরে যেত ভারত না থাকলে । মানবিকতার স্বার্থে ভারত দাঁড়িয়েছিল । মানবাধিকার লঙ্ঘন হচ্ছে । মানুষের বাঁচার অধিকার নেই ?
মুজিবুর রহমানের মূর্তি ভাঙা প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, "ত্রিপুরায় দেখেছিলাম বিজেপি সরকার লেনিনের মূর্তি ভেঙেছিল । মুজিবুর না থাকলে বাংলাদেশ হত না । তালিবানি রাজত্ব কায়েম হয়েছে এখন । পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এর আঁচ আমাদের উপর আসতে পারে । সন্ত্রাসবাদ ও মৌলবাদে কাল আমদের ক্ষতি হবে । ভারত সরকারকে এখনই হস্তক্ষেপ করা দরকার । সীমান্ত সিল করে দেওয়া উচিত । শুধু দিল্লি থেকে বাতেলা নয় বিএসএফ-কে আরও সক্রিয় করতে হবে । তবেই ক্ষতি রোখা যাবে ৷"