পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বছরের প্রথম দিনে ফেস্টিভ মুডে কলকাতা, ভিক্টোরিয়া থেকে ময়দানে ঠাসা ভিড় - NEW YEAR 2025

শুধু শহরবাসী নয়, বাইরের জেলা থেকেও বহু মানুষ হয়েছিলেন কলকাতামুখী । দর্শনীয় স্থানে পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সবাই সেলফিতে বন্দি করলেন স্মরণীয় মুহূর্তগুলোকে৷

new year 2025
ইংরেজি নববর্ষে জমজমাট কলকাতা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 7:44 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: বাঙালির বারো মাসে 13 পার্বণ ৷ সেই তালিকায় যেমন রয়েছে বাংলা নববর্ষ, তেমনই ইংরেজি নববর্ষেও সমান তালে মেতে ওঠে রাজ্যের মানুষ ৷ তাই তো নতুন বছরের প্রথম দিনে শহরের বুকে উপচে পড়ল ভিড় ৷ ময়দান থেকে ভিক্টোরিয়া ইতিউতি চলল ঘোরাঘুরি ৷ কেউ খুদেদের নিয়ে পিকনিক করতে ব্যস্ত থাকলেন, তো কেউ করলেন দেদার খাওয়া দাওয়া ৷ দিন যত গড়াল তত বাড়ল ভিড় ৷

সাড়ম্বরে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে প্রথম দিনে জমজমাট কলকাতা । সকাল থেকেই ফেস্টিভ মুডে মানুষজন । বিভিন্ন মন্দির ঘুরে বহু মানুষ হলেন কলকাতামুখী ৷ ঘুরে দেখলেন শহরের দর্শনীয় স্থানীয়গুলিকে । কেউ ঢুঁ মারলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিড়লা তারামণ্ডলে, তো কেউ আবার প্রার্থনা সারলেন শহরের বিভিন্ন ছোট থেকে বড় ক্যাথিড্রালে ।

বছরের প্রথম দিনে ফেস্টিভ মুডে কলকাতা (নিজস্ব ভিডিয়ো)

শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ও ময়দানেও ভিড় জমাল বহু মানুষ । এদিন ছিল সকলের ঠাসা পরিকল্পনা । শহর কলকাতার বহু মানুষ পরিবারকে নিয়ে এদিন ঘোরাঘুরিতে মাতেন । তবে কলকাতা শহরের বাইরের জেলা থেকেও বহু মানুষ এসেছেন । তার পাশাপাশি অন্য রাজ্যের বহু মানুষের দেখা মিলল কলকাতায় ৷ শহরে এসে তাঁরা জমিয়ে কাটালেন বছরের প্রথম দিন । দেবজিৎ দাস গিরিশ পার্কের বাসিন্দা । তিনি বলেন, "বছরের প্রথম দিন আমরা সব বন্ধুরা মিলে দেখা করছি । ভিক্টোরিয়া ঘুরব বলে এসেছিলাম । কিন্তু প্রচুর লম্বা টিকিটের লাইন । মনে হয় না ঢুকতে পারব । এরপর পার্ক স্ট্রিট বা বো ব্যারাক যাব ।"

লাল, নীল, সবুজের মেলা বসেছে... (নিজস্ব ছবি)

সকাল থেকেই লম্বা লাইনের জেরে ফিরেও যাচ্ছেন বহু মানুষ । গড়িয়া থেকে পরিবার নিয়ে এসেছেন নবীনা লস্কর । তিনি বলেন, "বছরের শুরুতে সবাই ঘুরতে এসেছি । কিন্তু ভিক্টোরিয়াতে টিকিট পাওয়া যাচ্ছে না এখন ।" তবে ঘোরাঘুরির সঙ্গে পাল্লা দিয়ে চলছে খাওয়া দাওয়াও । চারিদিকে ঘুরে ময়দানে চলছে রোদে বিশ্রাম । তার সঙ্গে বিভিন্ন জয় রাইড ও পিকনিক ।

জয় রাইডে মজেছে খুদে (নিজস্ব ছবি)

পম্পা দাস টালিগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করার পর বিশ্রাম নিতে আসেন ময়দানে ৷ তিনি বলেন, "বাচ্চারা সারাদিন বাড়ির মধ্যে থাকে । তাই এবার ময়দান নিয়ে এলাম । এখানে যাতে খেলাধুলা করতে পারে । বছরের প্রথম দিন আনন্দ করতে পারছে ।" তাঁরই বন্ধু পম্পা মণ্ডলের কথায়, "আমরা ভিক্টোরিয়া ঘুরে এবার ময়দানে বসে খাওয়া দাওয়া করলাম ।"

ময়দানে পিকনিক মুড (নিজস্ব ছবি)
ক্যাথিড্রালের সামনে ভিড় (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details