পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাদ 420 ধারা, কলকাতায় ভারতীয় ন্যায় সংহিতায় প্রথম মামলা বাঁশদ্রোণীতে - Bharatiya Nyaya Sanhita 2023 - BHARATIYA NYAYA SANHITA 2023

Bharatiya Nyaya Sanhita 2023: দিল্লির পর কলকাতায়ও ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা দায়ের হল ৷ এক মহিলার অভিযোগের ভিত্তিতে 318 (4) ধারায় এই আইনের আওতায় প্রথম মামলা দায়ের হয়েছে বাঁশদ্রোণী থানায় ৷ প্রতারণার অভিযোগ করেছেন তিনি ৷

Bharatiya Nyaya Sanhita 2023
বাঁশদ্রোণী থানায় ভারতীয় ন্যায় সংহিতায় মামলা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 7:02 PM IST

কলকাতা, 1 জুলাই: দিল্লির পর ভারতীয় ন্যায় সংহিতা আইনে প্রথম মামলা দায়ের হল কলকাতায় । একটি প্রতারণার ঘটনায় বাঁশদ্রোণী থানায় দায়ের হয়েছে এই অভিযোগ । জানা গিয়েছে, 318 (4) ধারায় ওই মামলাটি দায়ের করেছেন স্থানীয় এক মহিলা । তিনি থানায় অভিযোগ করেন যে, একজন ব্যাংকের আধিকারিক সেজে তাঁর সঙ্গে 2 লক্ষ 40 হাজার টাকার প্রতারণা করেছেন । নয়া আইনে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

লালবাজার সূত্রে খবর, নয়া ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318 ধারাটি আগে ছিল 420 ধারা । যাতে প্রতারণার অভিযোগ দায়ের হত । আজ থেকে দেশে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন । এবার এই আইনে মামলা দায়ের হচ্ছে ৷ 1860 সালের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা 2023' ফৌজদারি আইনটি কার্যকর হয়েছে ৷ এই নতুন আইনে পুলিশকে বেশকিছু ক্ষমতা দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান পেনাল কোডের অধীনে কাজ করেছেন পুলিশকর্মীরা ৷ নতুন ভারতীয় ন্যায় সংহিতার অধীনে তাঁরা কীভাবে কাজ করবেন, তার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল । এই প্রশিক্ষণ দেওয়া হয় কলকাতা পুলিশের স্কুল অর্থাৎ পিটিএসে ।

আজ থেকে দেশজুড়ে ভারতীয় ন্যায় সংহিতা আইন লাগু হওয়ার পর প্রথম এফআইআর হয় দিল্লিতে । মামলাটি নথিভুক্ত হয়েছে এক হকারের বিরুদ্ধে । এফআইআর অনুযায়ী, অভিযুক্তের নাম পঙ্কজ কুমার ৷ তিনি বিহারের বারহের বাসিন্দা । তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ৷ রাজধানীর পাশাপাশি কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা-সহ রাজ্য পুলিশের বিভিন্ন থানায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন ধারায় অভিযোগ গ্রহণের পালা ।

ABOUT THE AUTHOR

...view details