পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচ কাণ্ড, অভিযুক্ত তিন ইঞ্জিনিয়ারকে সাময়িক অব্যাহতি - GARDEN REACH BUILDING COLLAPSE - GARDEN REACH BUILDING COLLAPSE

kolkata Corporation: গার্ডেনরিচকাণ্ডে অভিযুক্ত তিন ইঞ্জিনিয়ারকে কাজ থেকে সাময়িক অব্যাহতি দিল কলকাতা পৌরনিগম ৷ যদিও এটা শাস্তিমূলক পদক্ষেপ নয় বলেই উল্লেখ করেছে তদন্ত কমিটি । এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 10:20 PM IST

Updated : Apr 13, 2024, 10:29 PM IST

কলকাতা, 13 এপ্রিল:গার্ডেনরিচের বেআইনি বাড়ি ভাঙার ঘটনায় অভিযুক্ত 3 ইঞ্জিনিয়রকে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দিল কলকাতা পৌরনিগম ৷ তবে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটা কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয়। গার্ডেনরিচের ঘটনায় পৌর কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ৷ বাড়ি ভাঙার ঘটনায় বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে কমিটি ৷

কী কী বিষয় দেখতে তদন্ত কমিটি গঠন :

সংশ্লিষ্ট নির্মাণের কোনও অনুমতি ছিল কি না ?

কীভাবে অনুমতি ছাড়াই নির্মাণ হল?

বিদ্যুৎ বন্টন সংস্থা কিভাবে বিদ্যুৎ সরবরাহ করল?

ওই জমির প্রকৃতি বা চরিত্র কেমন ?

বাড়িটি নির্মাণে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল ?

বাড়ির মালিক কে বা কারা সহ সংশ্লিষ্ট যাবতীয় বিষয় ?

এই সমস্ত প্রশ্নের উত্তর 7 দিনের মধ্যেই কমিটিকে রিপোর্ট হিসেবে জমা দেওয়ার কথা বলা হয়েছিল । যদিও পৌর কর্তৃপক্ষ শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের দিকে আঙুল তুলেছে । সেই তদন্তে পৌরনিগমের 3 ইঞ্জিনিয়ার দিকে অভিযোগের আঙুল উঠেছিল ৷ তাঁদেরকেই সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

গার্ডেনরিচের বেআইনি নির্মাণ ভেঙে 13 জন প্রাণ হারিয়ে ছিলেন ৷ সেই ঘটনার কাদের গাফিলতি তা জানতে তদন্ত শুরু করেছিল লালবাজার ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের কমিশনার ধবল জৈন একটি তদন্ত কমিটি তৈরি করেন। বেশ কয়েকটি রিপোর্ট জমা পড়লেও, দুর্ঘটনার সময়ের মাটি পরীক্ষা ও কাঠামোর কি পরিস্থিতি ছিল সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি । তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট বরো এক্সিকিউটিভ অফিসার, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপাত সাময়িকভাবে অব্যাহতিতে পাঠালো কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই 3 ইঞ্জনিয়রের বিরুদ্ধে যে রিপোর্ট দেওয়া হয়েছে ৷ সেখানে ইঞ্জিনিয়রের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে ৷ এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল কলকাতা কর্পোরেশনের বিশেষ কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে। এছড়াও কমিটিতে রয়েছেন বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা । পাশাপাশি কলকাতা পুলিশ, বিএলআরও এবং পৌরনিগমের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ বিপর্যয়ে তিন পৌর ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত
  2. গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় বদলের পথে আনছে কলকাতা পৌরনিগম
Last Updated : Apr 13, 2024, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details