কলকাতা, 14 মে:যুগের সঙ্গে বদলেছে মনোভাব ৷ কবি ভবানীপ্রসাদ মজুমদারের প্রখ্যাত কবিতার লাইন...'আমার ছেলের বাংলাটা ঠিক আসে না...', বলে অনেক অভিবাবক গর্ব অনুভব করেন ৷ ইংরেজি মাধ্যম স্কুলগুলিরও পরোক্ষভাবে এটাই যেন ট্যাগ লাইন। ইংরেজি মাধ্যমের বহু ছাত্রছাত্রীও বাংলা বলে আরোষ্ঠভাবে। এরই মাঝে ব্যতিক্রমী বেশ কিছু ইংরাজি মাধ্যম স্কুল ৷
সোমবার প্রকাশ হয়েছে, সিবিএসসি-র দশম শ্রেণির ফলাফল ৷ সিবিএসসি দশমে মোট 500 নম্বরের মধ্যে 500 পেয়েছেন কলকাতার বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী নস্কর। যার মধ্যে বাংলাতেই প্রাপ্ত নম্বর 100 ৷ ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে কীভাবে বাংলায় ? ওই পড়ুয়া সব্যসাচীর কথায়, "ইংরেজি মাধ্যম এর পড়ুয়ারা ঠিকমতো বাংলা বলতে পারে না ৷ তাদের অভিভাবকের অনীহা থাকে এই ভাষার উপর। আমার ক্ষেত্রে ছোট থেকে আমার সেটা ছিল না। ভালোবেসে বাংলা বিষয়টিকে পড়েছি ৷ আর নম্বর পেয়েছি। আর সিবিএসই বোর্ডে বাংলার পাঠক্রম খুব ভালো ঠিকমতো অনুশীলন করলে কোন সমস্যা হবে না।" বাংলায় ভালো নম্বর পেলেও ভবিষ্যতের বিজ্ঞান নিয়ে এগোনোর ইচ্ছে সব্যসাচীর।
অন্যদিকে, বাংলাতে 100 পুরো নম্বর পেয়েছেন দক্ষিণেশ্বরের জিডি গোয়েঙ্কা স্কুলের ছাত্রী দ্যুতি জানা। তার প্রাপ্ত নম্বর 98.6%। আগামী দিনে সে বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে চায়। তবে তার কাছেও বাংলার প্রতি ভালোবাসা যথেষ্ট । তার প্রাপ্ত সম্পর্কে সে জানায়, "স্কুলে ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব দেওয়া হলেও, বাংলার যে শিক্ষিকারা ছিলেন স্কুলে তাঁরাও সমানভাবে আমাদের বাংলা পড়িয়েছেন। এছাড়াও আমি বাড়িতে বাংলা ভাষা, বাংলা বই পড়তে ভালোবাসি। ফলে ছোট থেকেই বাংলা ভাষার সঙ্গে একটা ভালোবাসা আছে। তাই পড়াশোনার ক্ষেত্রেও খুব একটা সমস্যা হয়নি।"
মোটের উপর কলকাতার সিবিএসসি দশমের ফলাফল বেশ ভালো। ডিপিএস রুবি পার্ক স্কুলের পড়ুয়া কুশল ঘোষ ৷ তার প্রাপ্ত নম্বর 99% ৷ শ্রীশিক্ষায়তন স্কুলেও পডুয়া নেহা মোদি ৷ তার সর্বোচ্চ নম্বর 99 শতাংশ ৷ এছাড়া ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলে তিন ছাত্র 97.6 শতাংশ নম্বর পেয়েছে । এরা হল আকাংশা চৌধুরী, শ্রদ্ধা গুপ্ত এবং শরণ্যা ঘোষাল। এছড়াও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র রৌমিক মাইতি পেয়েছে 98% নম্বর। প্রসঙ্গত, এই বছর সিবিএসসি-তে মোট পাশের হার 93.60 শতাংশ।
আরও পড়ুন:
- সিবিআইয়ের কাছে 4327 জন অযোগ্য শিক্ষকের তথ্য, আগামী সপ্তাহে তলবের সম্ভাবনা
- উচ্চমাধ্যমিকে সফল চা শ্রমিকের মেয়ে, স্বপ্ন সরকারি আমলা হওয়ার
- একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বাড়াল সংসদ, বাড়তি সুবিধা পড়ুয়াদের