পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভরা বসন্তে রাজ্যজুড়ে শিলাবৃষ্টি, কলকাতায় থমকে জনজীবন - RAIN IN KOLKATA

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেমতো দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি ৷ বৃহস্পতিবার বেলা 11টার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি ৷ কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হয়েছে ৷

HEAVY RAINFALL IN KOLKATA
শুরু হয়েছে বৃষ্টি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 12:29 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি:সকাল থেকেই আকাশের মুখ ভার। হঠাৎ করে যেন সন্ধ্যা নেমে এসেছে। বৃহস্পতিবার পূর্বাভাস মিলিয়ে শহর কলকাতা ও আশপাশের জেলায় মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি ৷ যার জেরে জেরবার মানুষ ৷ কাজের দিন ব্যস্ততায় ভরা সময়ে এই বৃষ্টি অস্বস্তিকর। জেলাগুলিতে শিলাবৃষ্টিও শুরু হয়েছে ৷ বেলা 11টার কিছু পর থেকেই আকাশ কালো করে আসে ৷ তারপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি ৷

হাওয়া অফিস বলছে, ফাল্গুন মাসে এই 'বর্ষা'র ছোঁয়া, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে ঢুকে পড়ার কারণ ৷ বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে সাগরে তাই এই জলীয় বাষ্পের প্রবেশ। ফলে এদিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে ৷ সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট। কোথাও কোথাও অল্প জল জমেছে রাস্তায়। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। বিক্ষিপ্তভাবে টানা চারদিন বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

ভরা বসন্তে রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (ইটিভি ভারত)

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইছে ৷ পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। তবে এর জন্য তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পার্বত্য জেলাতেও। দার্জিলিং, কালিম্পং, মালদা ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এও বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার।

কলকাতায় শুরু হয় মুষলধারে বৃষ্টি (ইটিভি ভারত)

হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। বেলা 11টার কিছুপর থেকে বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া শুরু হয়। হুগলির সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, পাণ্ডুয়া, চুঁচুড়া-সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি। ধনেখালির গোপীনাথপুর এলাকায় হটাৎই প্রচুর শিলাবৃষ্টি হয় ৷ এভাবে অতিরিক্ত বৃষ্টি হলে আলু চাষ ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন হুগলির চাষিরা।

কলকাতায় থমকে জনজীবন (ইটিভি ভারত)

ইতিমধ্যে বৃষ্টির দাপটে হালকা গরমের অনুভূতিতে রাশ পড়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকার কথা আজ ৷

ABOUT THE AUTHOR

...view details