পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাপট দেখাচ্ছে দানা ! বন্ধ পরিষেবা, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত কলকাতা বিমানবন্দর - CYCLONE DANA

দানার প্রভাবে টানা 15 ঘণ্টা দমদম বিমানবন্দর থেকে ওঠানামা করবে না কোনও বিমান ৷ কলকাতার পাশাপাশি ভুবনেশ্বর বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে ৷

Cyclone Dana
কলকাতা বিমানবন্দর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 6:52 PM IST

কলকাতা, 24 অক্টোবর: আরও কাছে ঘূর্ণিঝড় দানা । যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর ৷ আজ বিকেল সাড়ে 5টা থেকে আগামিকাল সকাল 9টা পর্যন্ত দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওঠানামা করবে না কোনও বিমান ৷ কলকাতার পাশাপাশি ভুবনেশ্বর বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার 9টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাতিল করে দেওয়া হয়েছে 40টি বিমান ৷

বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল 5.30 থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে । ঘূর্ণিঝড়ের কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

বিমান বাতিল ছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বিমানবন্দর কর্তৃপক্ষ । বিগত কয়েকবার ঝড়ের কারণে হ্যাঙারে থাকা বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল । এবারে সেরকম কোনও পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আবহাওয়া দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে । বিপর্যয় মোকাবিলা টিমও প্রস্তুত রাখা হয়েছে ।

বন্ধ থাকবে লকগেট ! দানায় ডুবতে পারে কলকাতা

শুক্রেও শিয়ালদায় বাতিল একগুচ্ছ ট্রেন, স্বাভাবিক থাকবে মেট্রো

ABOUT THE AUTHOR

...view details