কলকাতা, 24 অক্টোবর: আরও কাছে ঘূর্ণিঝড় দানা । যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর ৷ আজ বিকেল সাড়ে 5টা থেকে আগামিকাল সকাল 9টা পর্যন্ত দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওঠানামা করবে না কোনও বিমান ৷ কলকাতার পাশাপাশি ভুবনেশ্বর বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার 9টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাতিল করে দেওয়া হয়েছে 40টি বিমান ৷
বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল 5.30 থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে । ঘূর্ণিঝড়ের কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।