কলকাতা, 9 অক্টোবর: পূর্বাভাস মতোই কমছে বৃষ্টি, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর পুজোর আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তাতে বৃষ্টি পুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়াবে না। হালকা বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি উৎসবের আনন্দকে সাময়িকভাবে থমকে দিতে পারে। কিন্তু, উৎসবের আনন্দকে 'মাটি' করতে পারবে না।
পুজোয় আবহাওয়ার পূর্বাভাস:
হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে সাত থেকে এগারো অক্টোবর পর্যন্ত অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। মূলত, স্থানীয় মেঘের কারণেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা এখন বঙ্গ থেকে বিদায়ের পর্বে রয়েছে। ফলে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণাবর্তের অবস্থান:
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খন্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায় অবস্থান করছে। পঞ্জাবে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে। ফলে ক্রমেই আবহাওয়া আরও শুষ্ক হবে।