পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোয় 'ভিলেন' বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ! বিদায়ী বর্ষায় দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি - WEST BENGAL WEATHER UPDATE

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাচ্ছে। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

West Bengal Weather Update
পুজোয় 'ভিলেন' বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 8:05 AM IST

কলকাতা, 9 অক্টোবর: পূর্বাভাস মতোই কমছে বৃষ্টি, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর পুজোর আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তাতে বৃষ্টি পুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়াবে না। হালকা বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি উৎসবের আনন্দকে সাময়িকভাবে থমকে দিতে পারে। কিন্তু, উৎসবের আনন্দকে 'মাটি' করতে পারবে না।

পুজোয় আবহাওয়ার পূর্বাভাস:

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে সাত থেকে এগারো অক্টোবর পর্যন্ত অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। মূলত, স্থানীয় মেঘের কারণেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা এখন বঙ্গ থেকে বিদায়ের পর্বে রয়েছে। ফলে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণাবর্তের অবস্থান:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খন্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায় অবস্থান করছে। পঞ্জাবে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে। ফলে ক্রমেই আবহাওয়া আরও শুষ্ক হবে।

10 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস:

সকালের দিকে মূলত মেঘলা আকাশ ও পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। 10 অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। 11 ও 12 অক্টোবর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কম থাকবে। বেলা বাড়লে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:

কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ সর্বনিম্ন 74 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 19.4 মিলিমিটার।

আজ বুধবার, মহাষষ্ঠী। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু কিছু এলাকায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন
মণ্ডপে প্রতীকী মূর্তি হাতে হাজির হবেন জুনিয়র চিকিৎসকরা
কর্তব্যে অবিচল ! সফল অস্ত্রোপচার অনশনকারী চিকিৎসকের

ABOUT THE AUTHOR

...view details