কলকাতা, 22 এপ্রিল: আজ কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 26 হাজার চাকরি গিয়েছে । স্বভাবতই এমন ঐতিহাসিক রায় ঘিরে সব মহলে চাঞ্চল্য পড়ে গিয়েছে ৷ 282 পাতার এই রায়ের পরতে পরতে আছে আরও বিস্ফোরক তথ্য ৷ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্ধারিত আসন সংখ্যার চেয়ে বেশি নিয়োগ থেকে শুরু করে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও চাকরি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। রায়ের একটি অংশে (335) বলা আছে ঠিক কোন কোন বেনিয়ম হওয়ায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে হাইকোর্ট ৷ এখানে মোট 17টি পয়েন্ট আছে ৷ রায়ের কপিতে উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন কুমার বাগের কমিটির রিপোর্টের কথাও ৷
ঠিক কী কী কারণে নিয়োগ প্রক্রিয়া বাতিল হল -
1.ওএমআর শিট স্ক্যান ও মূল্যায়নের জন্য নাইসা নামে একটি এজেন্সিকে নিয়োগ করেছিল এসএসসি ৷ আদালত মনে করে যে প্রক্রিয়ায় টেন্ডার দেওয়া হয়েছিল তা ভারতীয় সংবিধানের 14 এবং 16 নং ধারাকে লঙ্ঘন করেছে ৷
2. এসএসসির নিয়োগ করা সংস্থা নাইসা আবার সেই ওএমআর স্ক্যান করার জন্য ডাটা স্ক্যানটেক নামে অন্য একটি এজেন্সিকে নিয়োগ করে ৷ এই বিষয়টিকেও বেনিয়ম হিসবেই দেখেছেন দুই বিচারপতি ।
3. এসএসসির দাবি তাদের অফিস চত্বরের মধ্যে ওএমআর শিট স্ক্যান করা হয়েছিল ৷ এর জন্য নাইকা বা ডাটা স্ক্যানটেক নামে কোনও এজেন্সি নিয়োগ করা হয়নি ৷
4.এসএসসি আসল ওএমআর শিট নষ্ট করে দিয়ে স্ক্যান করা শিটগুলি সার্ভারে সংরক্ষণ করেছে ৷
5. সিবিআই কোনও ওএমআর শিটের স্ক্যানের ছবি এসএসসির সার্ভারে খুঁজে পায়নি ৷
6. স্ক্যানের ছবি সার্ভারে সংরক্ষণ করার আগেই ওএমআর শিটগুলি নষ্ট করে ফেলা হয়েছিল ৷
7. 2018 থেকে 2023 সাল পর্যন্ত আরটিআই আবেদনকারীদের যে ওএমআর শিট এসএসসি দেখিয়েছিল তার কিছুই এসএসসির ডাটাবেস সার্ভারে খুঁজে পায়নি সিবিআই ৷ যদিও এসএসসির দাবি, সবই তাদের ডাটাবেস ছিল ৷
8. যত শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল তার চেয়ে বেশি নিয়োগ করা হয় ৷ এটাকেই দুর্নীতির অন্যতম বড় দিক হিসেবে চিহ্নিত করেছে সিবিআই।