কলকাতা, 18 ফেব্রুয়ারি: কলকাতা কর্পোরেশনের 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে শনিবার ৷ 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে ৷ তবে, সেই বাজেটেই উঠে এসেছে আরও একটি অবাক করে দেওয়া তথ্য ৷ শিক্ষা, স্বাস্থ্য ও বস্তি এই তিন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছে, তার থেকেও প্রায় 29 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আলো-ঝলমলে কলকাতার বিদ্যুৎ বিল মেটাতে ৷
ত্রিফলা থেকে একফলা অথবা নীল-সাদা এলইডি, এলইডি হ্যালোজেন, মেটাল- শহরের অলিগলিতে রয়েছে এই ধরনের নানা আলো ৷ এছাড়া বিভিন্ন দফতরের ঘরে ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও রয়েছে ৷ আর ঠিক এই কারণে কলকাতা পৌরনিগমের এক বছরের বিদ্যুৎ বিলের খরচ 500 কোটি টাকা ৷ চলতি বছরেও সেই টাকা বরাদ্দ ছিল ৷ সেই টাকা খরচও হয়েছে ৷ আর পুরো টাকা আবার রাজ্যের কাছ থেকে অনুদান বাবদ পেয়েছে কলকাতা পৌরনিগম ৷ কিন্তু, স্বাস্থ্য, শিক্ষা ও বস্তি কলকাতার এই তিন গুরুত্বপূর্ণ খাতে মোট অর্থ বরাদ্দ ধরা হয়েছে 471 কোটি 36 লক্ষ টাকা ৷ মানে এই তিন বিভাগের চেয়ে প্রায় 29 লাখ টাকা বাড়তি খরচ হবে বিদ্যুতের বিল দিতে।
কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল আর্বান হেলথ মিশনের আওতায় কলকাতার 144 টি ওয়ার্ডের সিংহ ভাগে হয়েছে আর্বন প্রাইমারি হেলথ ইউনিট ৷ তবে, সেই ঝাঁ-চকচকে ভবনগুলির ভিতরের পরিকাঠামো ও পরিষেবার মান নিয়ে বিস্তর প্রশ্ন আছে। জমা হচ্ছে ক্ষোভও ৷ কলকাতায় কমবেশি 50 লক্ষ মানুষ বসবাস করেন ৷ তাঁদের অন্যতম ভরসার জায়গা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলি ৷ তবে, সেখানে পরিষেবার যা হাল তাতে, উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সেই অর্থে যায় না ৷ মূলত নিম্নবিত্ত ও দরিদ্র মানুষকে একপ্রকার বাধ্য হয়েই সেখানে যেতে হয় ৷ ডেঙ্গি থেকে ম্যালেরিয়া, বা জলবাহিত রোগ হলেই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ৷ সেই স্বাস্থ্য বিভাগে চলতি বছরে অর্থ বরাদ্দ ছিল 181 কোটি 53 লক্ষ টাকা ৷ কিন্তু সেই টাকা কলকাতা পৌরনিগম খরচ করতে পারেনি ৷