পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিছিয়ে স্বাস্থ্য-শিক্ষা-বস্তির উন্নয়ন, বিদ্যুতের বিলে অতিরিক্ত 29 কোটি টাকা বেশি খরচ কর্পোরেশনের - KMC Education Budget

KMC Budget 2024-25: শনিবার 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে ৷ যেখানে 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে ৷ কিন্তু, কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য, শিক্ষা ও বস্তি খাতে মিলিত বরাদ্দের থেকেও 29 কোটি টাকা বেশি ধার্য করা হয়েছে বিদ্যুৎ খরচে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 7:15 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: কলকাতা কর্পোরেশনের 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে শনিবার ৷ 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে ৷ তবে, সেই বাজেটেই উঠে এসেছে আরও একটি অবাক করে দেওয়া তথ্য ৷ শিক্ষা, স্বাস্থ্য ও বস্তি এই তিন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছে, তার থেকেও প্রায় 29 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আলো-ঝলমলে কলকাতার বিদ্যুৎ বিল মেটাতে ৷

ত্রিফলা থেকে একফলা অথবা নীল-সাদা এলইডি, এলইডি হ্যালোজেন, মেটাল- শহরের অলিগলিতে রয়েছে এই ধরনের নানা আলো ৷ এছাড়া বিভিন্ন দফতরের ঘরে ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও রয়েছে ৷ আর ঠিক এই কারণে কলকাতা পৌরনিগমের এক বছরের বিদ্যুৎ বিলের খরচ 500 কোটি টাকা ৷ চলতি বছরেও সেই টাকা বরাদ্দ ছিল ৷ সেই টাকা খরচও হয়েছে ৷ আর পুরো টাকা আবার রাজ্যের কাছ থেকে অনুদান বাবদ পেয়েছে কলকাতা পৌরনিগম ৷ কিন্তু, স্বাস্থ্য, শিক্ষা ও বস্তি কলকাতার এই তিন গুরুত্বপূর্ণ খাতে মোট অর্থ বরাদ্দ ধরা হয়েছে 471 কোটি 36 লক্ষ টাকা ৷ মানে এই তিন বিভাগের চেয়ে প্রায় 29 লাখ টাকা বাড়তি খরচ হবে বিদ্যুতের বিল দিতে।

কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল আর্বান হেলথ মিশনের আওতায় কলকাতার 144 টি ওয়ার্ডের সিংহ ভাগে হয়েছে আর্বন প্রাইমারি হেলথ ইউনিট ৷ তবে, সেই ঝাঁ-চকচকে ভবনগুলির ভিতরের পরিকাঠামো ও পরিষেবার মান নিয়ে বিস্তর প্রশ্ন আছে। জমা হচ্ছে ক্ষোভও ৷ কলকাতায় কমবেশি 50 লক্ষ মানুষ বসবাস করেন ৷ তাঁদের অন্যতম ভরসার জায়গা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলি ৷ তবে, সেখানে পরিষেবার যা হাল তাতে, উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সেই অর্থে যায় না ৷ মূলত নিম্নবিত্ত ও দরিদ্র মানুষকে একপ্রকার বাধ্য হয়েই সেখানে যেতে হয় ৷ ডেঙ্গি থেকে ম্যালেরিয়া, বা জলবাহিত রোগ হলেই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ৷ সেই স্বাস্থ্য বিভাগে চলতি বছরে অর্থ বরাদ্দ ছিল 181 কোটি 53 লক্ষ টাকা ৷ কিন্তু সেই টাকা কলকাতা পৌরনিগম খরচ করতে পারেনি ৷

আর সংশোধিত বাজেটে দেখা যাচ্ছে খরচ কমে হয়েছে 158 কোটি 95 লক্ষ টাকা ৷ এবছর বরাদ্দের পরিমাণ 186 কোটি 55 লক্ষ টাকা ৷ প্রান্তিক পরিবারের শিশুদের পড়ার জায়গা ছিল কেএমসির প্রাথমিক স্কুল ৷ সেখানে একাধিক স্কুল বন্ধ হয়েছে সংযুক্তিকরণের নামে ৷ বহু স্কুল ইংরেজি মাধ্যমে বদলে দেওয়া হয়েছে ৷ সবমিলিয়ে শিক্ষা খাতে চলতি বছরে বরাদ্দ হয়েছিল 51 কোটি 32 লক্ষ টাকা ৷ লক্ষ্যমাত্রার বেশ খানিকটা কম খরচ হয়েছে ৷ খরচের পরিমাণ 42 কোটি 28 লক্ষ 60 হাজার টাকা ৷ এই বছর গতবারের তুলনায় তাও 80 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে কলকাতা পৌরনিগম ৷

অন্যদিকে, কলকাতা শহরের একটা বড় অংশের মানুষ বস্তিতে বসবাস করে ৷ বস্তির নাম বদলে হয়েছে উত্তরণ ৷ তবে, পরিষেবায় উত্তরণ অবশ্য ততটা হয়েছে তা নিয়ে প্রশ্নের অন্ত নেই ৷ এই গুরুত্বপূর্ণ বিভাগে চলতি বছরে খরচের লক্ষ্যমাত্রা ছিল 206 কোটি 94 লক্ষ টাকা ৷ তবে, খরচ হয়েছে মাত্র 125 কোটি 1 লক্ষ টাকা ৷ তবুও, 2024-25 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 232 কোটি 69 লক্ষ 80 হাজার টাকা ৷

আরও পড়ুন:

  1. কলকাতা পৌরনিগমের বাজেটে বড় চমক, 700 কোটির জল প্রকল্প ঘোষণা ফিরহাদের
  2. 'বাজেটে ঘাটতি থাক,পরিষেবায় নয়', বিরোধীদের জবাব দিলেন ফিরহাদ
  3. কলকাতা পৌরনিগমে ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম

ABOUT THE AUTHOR

...view details