পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দানা মোকাবিলায় শহরে যুদ্ধকালীন তৎপরতা ! জেনে নিন কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর - CYCLONE DANA

দানার গতিবিধির উপর নজরদারি রাখতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খুলল কলকাতা পুরনিগম ৷ বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ লালবাজারের ৷ যুদ্ধকালীন তৎপরতা চলছে শহরজুড়ে ৷

ETV BHARAT
'দানা' মোকাবিলায় শহরে যুদ্ধকালীন তৎপরতা ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 3:56 PM IST

Updated : Oct 23, 2024, 7:23 PM IST

কলকাতা, 23 অক্টোবর:ইতিমধ্যেইঘূর্ণিঝড় দানার আগমনের আঁচ পেতে শুরু করেছে কলকাতা ৷ শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ ঘূর্ণিঝড় মোকাবিলায় মহানগরীতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতা নেওয়া হয়েছে ৷ কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরনিগম ৷ বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে লালবাজার ৷ এছাড়াও মাইকিং করে জনগণকে সচেতন করা, নিচু এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া-সহ একাধিক পদক্ষেপ করা হচ্ছে ৷

ইতিমধ্যেই জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা ৷ তার জেরে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টি । দানার উৎপত্তিস্থল থেকে তার গতিবিধির উপর কড়া নজর রেখে চলেছে কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম । প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন অংশের খবরাখবর ।

'দানা' মোকাবিলায় শহরে যুদ্ধকালীন তৎপরতা ! (নিজস্ব ভিডিয়ো)

আজ থেকে তিনদিন টানা 24 ঘণ্টা করে তৎপর থাকবেন পুরনিগমের কর্মী ও আধিকারিকরা । যেখানে যেমন পরিস্থিতি হবে, সেই মুহূর্তে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশ যাবে কন্ট্রোল রুম থেকে । পুরনিগমের আধিকারিকদের বার্তা, "নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই ৷ তাঁরা নিরাপদে থাকুন । সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুরনিগম ।"

আজ থেকেই কন্ট্রোল রুমের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠছে দানার উৎপত্তিস্থল ও তার গতিবিধি । অন্যদিকে, কলকাতা পুলিশের সিগন্যালের সিসি ক্যামেরার পর্দায় ফুটে উঠছে উত্তর থেকে দক্ষিণে একাধিক গুরুত্বপুর্ণ রাস্তার ছবি । বৃষ্টি কোথায় হচ্ছে, কোন এলাকায় কত বৃষ্টি হল, কতগুলো পাম্প চলছে, প্রতি ঘণ্টায় তার খোঁজ নেওয়া হচ্ছে প্রতিটি পাম্পিং স্টেশন থেকে ।

কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরনিগম (নিজস্ব চিত্র)

পাশাপশি বিপজ্জনক বাড়ি বা গাছের ক্ষেত্রে কোনও ধরনের অভিযোগ বা নাগরিক আশঙ্কার বার্তা এলেই মুহূর্তে সেই এলাকায় মোতায়েন থাকা পুরনিগমের দলকে সতর্ক করা ও তড়িঘড়ি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে । যেমন প্রতি ওয়ার্ড বা বরোতে কী পরিস্থিতি সেই খোঁজ নেওয়া হচ্ছে, তেমন অবস্থা বুঝে কোথায় কোন টিমকে কী করতে হবে সেই নির্দেশ দিতেও বিলম্ব ঘটছে না ।

জেনে নিন কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর (নিজস্ব গ্রাফিক্স)

কন্ট্রোল রুমের আধিকারিক জানাচ্ছেন, "আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত । আমাদের কর্মীরা শহরের প্রতিটি এলাকায় মোতায়েন আছেন । গাছ পড়া থেকে জমা জলের অভিযোগ এলে, বা সিসি ক্যামেরায় সেরকম কিছু দেখা গেলে, সেই মুহূর্তেই ব্যবস্থা নেওয়া হবে । নাগরিকরা যাতে কোনও ভাবেই কোনও সময় আতঙ্কিত না-হন, তাঁরা সব ধরনের সাহায্য পুরনিগমের তরফে পাবেন ।"

যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুরনিগমে (নিজস্ব চিত্র)

ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় কলকাতা পুরনিগমের পদক্ষেপ

কোনও সমস্যা জানাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম

কন্ট্রোল রুমের নম্বর 2286-1212, 2286-1313, 2286-1414

ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ সহায়তা নম্বর 112

অস্থায়ী বাঁশের কাঠামো, হোর্ডিং, ব্যানার ভেঙে ফেলা হচ্ছে

রাস্তাঘাট জঞ্জালমুক্ত রাখা হচ্ছে

রাস্তার দু'ধারে গাছের ডাল ছেঁটে দেওয়া হচ্ছে

নিচু এলাকার লোকজনকে দু'দিনের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা

গঙ্গার ধারের বাসিন্দাদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির

দুর্যোগ কবলিত মানুষের জন্য জল, খাবার ও ওষুধের ব্যবস্থা

বিদ্যুৎ ও যোগযোগ পরিষেবা ঠিক রাখার প্রচেষ্টা

মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে

এদিকে, ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশও । লালবাজারের তরফ থেকে চালু করা হয়েছে বেশ কয়েকটি বিশেষ হেল্পলাইন নম্বর ।এই নম্বরগুলি হল, 94326-10455, 94326-10445, 94326-10430, 62922-63440 (হোয়াটসঅ্যাপ)৷

Last Updated : Oct 23, 2024, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details