কলকাতা, 23 অক্টোবর:ইতিমধ্যেইঘূর্ণিঝড় দানার আগমনের আঁচ পেতে শুরু করেছে কলকাতা ৷ শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ ঘূর্ণিঝড় মোকাবিলায় মহানগরীতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতা নেওয়া হয়েছে ৷ কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরনিগম ৷ বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে লালবাজার ৷ এছাড়াও মাইকিং করে জনগণকে সচেতন করা, নিচু এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া-সহ একাধিক পদক্ষেপ করা হচ্ছে ৷
ইতিমধ্যেই জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা ৷ তার জেরে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টি । দানার উৎপত্তিস্থল থেকে তার গতিবিধির উপর কড়া নজর রেখে চলেছে কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম । প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন অংশের খবরাখবর ।
আজ থেকে তিনদিন টানা 24 ঘণ্টা করে তৎপর থাকবেন পুরনিগমের কর্মী ও আধিকারিকরা । যেখানে যেমন পরিস্থিতি হবে, সেই মুহূর্তে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশ যাবে কন্ট্রোল রুম থেকে । পুরনিগমের আধিকারিকদের বার্তা, "নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই ৷ তাঁরা নিরাপদে থাকুন । সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুরনিগম ।"
আজ থেকেই কন্ট্রোল রুমের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠছে দানার উৎপত্তিস্থল ও তার গতিবিধি । অন্যদিকে, কলকাতা পুলিশের সিগন্যালের সিসি ক্যামেরার পর্দায় ফুটে উঠছে উত্তর থেকে দক্ষিণে একাধিক গুরুত্বপুর্ণ রাস্তার ছবি । বৃষ্টি কোথায় হচ্ছে, কোন এলাকায় কত বৃষ্টি হল, কতগুলো পাম্প চলছে, প্রতি ঘণ্টায় তার খোঁজ নেওয়া হচ্ছে প্রতিটি পাম্পিং স্টেশন থেকে ।
পাশাপশি বিপজ্জনক বাড়ি বা গাছের ক্ষেত্রে কোনও ধরনের অভিযোগ বা নাগরিক আশঙ্কার বার্তা এলেই মুহূর্তে সেই এলাকায় মোতায়েন থাকা পুরনিগমের দলকে সতর্ক করা ও তড়িঘড়ি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে । যেমন প্রতি ওয়ার্ড বা বরোতে কী পরিস্থিতি সেই খোঁজ নেওয়া হচ্ছে, তেমন অবস্থা বুঝে কোথায় কোন টিমকে কী করতে হবে সেই নির্দেশ দিতেও বিলম্ব ঘটছে না ।
কন্ট্রোল রুমের আধিকারিক জানাচ্ছেন, "আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত । আমাদের কর্মীরা শহরের প্রতিটি এলাকায় মোতায়েন আছেন । গাছ পড়া থেকে জমা জলের অভিযোগ এলে, বা সিসি ক্যামেরায় সেরকম কিছু দেখা গেলে, সেই মুহূর্তেই ব্যবস্থা নেওয়া হবে । নাগরিকরা যাতে কোনও ভাবেই কোনও সময় আতঙ্কিত না-হন, তাঁরা সব ধরনের সাহায্য পুরনিগমের তরফে পাবেন ।"
ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় কলকাতা পুরনিগমের পদক্ষেপ
কোনও সমস্যা জানাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম
কন্ট্রোল রুমের নম্বর 2286-1212, 2286-1313, 2286-1414