কলকাতা, 23 মার্চ: গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালবাজার ৷ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে ৷ সেই সবের পর অবশেষে পৌর কমিশনার ধবল জৈনের নির্দেশে কলকাতা পৌরনিগম গার্ডেনরিচ-কাণ্ডে তদন্তে নামছেন ৷ এর জন্য একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, গার্ডেনরিচ-কাণ্ডে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এবং তাঁর পারিষদ ও প্রশাসনকে ৷ প্রতি পদে পৌরনিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে ৷ এমনকি যে বেআইনি নির্মাণ ভেঙে 11 জনের প্রাণ গিয়েছে ৷ তার জন্য মেয়র প্রকাশ্যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে হুঁশিয়ারি ও ধৃত প্রোমোটারকে দায়ী করলেও, ঘটনার দায় একেবারে ঝেড়ে ফেলতে পারছে না পৌরনিগম কর্তৃপক্ষ ৷
তাই বেআইনি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পৌর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন ৷ তিনি এই সংক্রান্ত একটি নির্দেশিকায়, কারা তদন্ত কমিটিতে থাকবেন, সেটাও ঠিক করে দিয়েছেন ৷ অভিযোগ উঠেছিল, পুরো ঘটনায় অভিযুক্তদের থেকেই তথ্য জানা হচ্ছে ৷ তাই নিরপেক্ষতা বজায় রাখতে, অন্য বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে কলকাতা পৌরনিগমের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷