বাজেট শুরুর আগেই ক্ষোভ কর্মীদের, আর্থিক দাবি না মিটলে কর্পোরেশন অচল করার হুঁশিয়ারি কলকাতা, 17 ফেব্রুয়ারি: পৌরনিগমের শ্রমিক, কর্মী, ইঞ্জিনিয়ররা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় না এলে এপ্রিল থেকে কর্পোরেশন অচল করার হুমকি দিল কেএমসি ক্লার্ক ইউনিয়ন । শনিবার কলকাতা পৌরনিগমে বাজেট পেশ হওয়ার কথা ৷ তার আগে সাংবাদিক বৈঠক করে এই হুঁশিয়ারি দিয়েছে পৌরনিগমের বাম-কর্মী সংগঠন ৷
বর্তমানে কলকাতা পৌরনিগমের কর্মীরা যে স্বাস্থ্যবিমা পেয়ে থাকেন, তাতে নির্দিষ্ট টাকা বরাদ্দ আছে । সেই অঙ্কের টাকা বর্তমানে খরচ সাপেক্ষ চিকিৎসা ব্যবস্থায় নামমাত্র । তাও আবার আগে নিজের গাঁটের টাকা খরচ করতে হয় আগে । পরে সেই টাকার বিল ও চিকিৎসা সংক্রান্ত নথি জমা করলে, সেই টাকা ফেরত দেওয়া হয় । কর্মরতদের ক্ষেত্রেই এই ব্যবস্থা এখন খুব সমস্যার । ফলে অবসরপ্রাপ্তদের কাছে আরও চিন্তার বিষয় হয়ে উঠেছে এই ব্যবস্থা ।
এদিকে রাজ্য সরকারি কর্মীরা যে হেলথ স্কিমের আওতাধীন, সেখানে তাঁদের আগাম কোনও টাকা দিতে হয় না । চিকিৎসার খরচের নির্দিষ্ট কোনও পরিমাণ বাধা নেই । তাই দীর্ঘদিন ধরেই সেই রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমের আওতাধীন হওয়ার দাবি জানিয়ে আসছেন কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মচারী থেকে ইঞ্জিনিয়ররা । বহুবার মিছিল-আন্দোলন করেও মেটেনি দাবি । দু’দিন অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন তাঁরা । কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ নিজে এই বিষয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন । তাঁদের দাবি, মেয়রের কাছে তুলে ধরবে বলেন । তবে দিনের পর দিন কেটেছে। কেউ কথা রাখেনি ।
এ দিন বাজেটের আগে সাংবাদিক সম্মেলন করে সেই ক্ষোভ উগরে দিলেন বামকর্মী ইউনিয়নের নেতৃত্ব । সংগঠনের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে আমাদের । পাশাপাশি গ্রাচুরিটি ও পেনশন নিয়মিত করতে হবে । এবছরেও আমাদের এই বিষয়গুলো জন্য আর্থিক বরাদ্দ বাজেট নেই বলেই শুনেছি । যদি দেখি বাজেট পেশের পরে আমাদের সমস্যা সুরাহার কোনও পথ বের হয়নি, তাহলে নতুন অর্থবর্ষের শুরু থেকেই কর্পোরেশন অচল করব আমরা । পরিষেবায় প্রভাব পড়লে, তার দায় নিতে হবে প্রশাসনকে । নাগরিকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী ।’’
আরও পড়ুন:
- 'আইন করলেই তো ধাক্কা খাব', শহরে ছাদ বিক্রির কথা স্বীকার করে বললেন ফিরহাদ
- নিউ মার্কেটে হবে নাইট মার্কেট, পৌরনিগমের বৈঠকে গৃহীত প্রস্তাব
- সম্পত্তি করে লক্ষ্মীলাভ কলকাতা পৌরনিগমের, কোষাগারে জমা পড়ল হাজার কোটির বেশি টাকা