পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজেট শুরুর আগেই ক্ষোভ কর্মীদের, আর্থিক দাবি না মিটলে কর্পোরেশন অচল করার হুঁশিয়ারি - Budget Session

Kolkata Municipal Corporation: শনিবার কলকাতা পৌরনিগমে বাজেট পেশ হওয়ার কথা ৷ তার আগে ক্ষোভ জানালেন কর্মীরা ৷ তাঁদের হুঁশিয়ারি, আর্থিক দাবি না মিটলে কর্পোরেশন অচল করে দেওয়া হবে ৷

Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 2:24 PM IST

Updated : Feb 17, 2024, 4:39 PM IST

বাজেট শুরুর আগেই ক্ষোভ কর্মীদের, আর্থিক দাবি না মিটলে কর্পোরেশন অচল করার হুঁশিয়ারি

কলকাতা, 17 ফেব্রুয়ারি: পৌরনিগমের শ্রমিক, কর্মী, ইঞ্জিনিয়ররা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় না এলে এপ্রিল থেকে কর্পোরেশন অচল করার হুমকি দিল কেএমসি ক্লার্ক ইউনিয়ন । শনিবার কলকাতা পৌরনিগমে বাজেট পেশ হওয়ার কথা ৷ তার আগে সাংবাদিক বৈঠক করে এই হুঁশিয়ারি দিয়েছে পৌরনিগমের বাম-কর্মী সংগঠন ৷

বর্তমানে কলকাতা পৌরনিগমের কর্মীরা যে স্বাস্থ্যবিমা পেয়ে থাকেন, তাতে নির্দিষ্ট টাকা বরাদ্দ আছে । সেই অঙ্কের টাকা বর্তমানে খরচ সাপেক্ষ চিকিৎসা ব্যবস্থায় নামমাত্র । তাও আবার আগে নিজের গাঁটের টাকা খরচ করতে হয় আগে । পরে সেই টাকার বিল ও চিকিৎসা সংক্রান্ত নথি জমা করলে, সেই টাকা ফেরত দেওয়া হয় । কর্মরতদের ক্ষেত্রেই এই ব্যবস্থা এখন খুব সমস্যার । ফলে অবসরপ্রাপ্তদের কাছে আরও চিন্তার বিষয় হয়ে উঠেছে এই ব্যবস্থা ।

এদিকে রাজ্য সরকারি কর্মীরা যে হেলথ স্কিমের আওতাধীন, সেখানে তাঁদের আগাম কোনও টাকা দিতে হয় না । চিকিৎসার খরচের নির্দিষ্ট কোনও পরিমাণ বাধা নেই । তাই দীর্ঘদিন ধরেই সেই রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমের আওতাধীন হওয়ার দাবি জানিয়ে আসছেন কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মচারী থেকে ইঞ্জিনিয়ররা । বহুবার মিছিল-আন্দোলন করেও মেটেনি দাবি । দু’দিন অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন তাঁরা । কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ নিজে এই বিষয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন । তাঁদের দাবি, মেয়রের কাছে তুলে ধরবে বলেন । তবে দিনের পর দিন কেটেছে। কেউ কথা রাখেনি ।

এ দিন বাজেটের আগে সাংবাদিক সম্মেলন করে সেই ক্ষোভ উগরে দিলেন বামকর্মী ইউনিয়নের নেতৃত্ব । সংগঠনের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে আমাদের । পাশাপাশি গ্রাচুরিটি ও পেনশন নিয়মিত করতে হবে । এবছরেও আমাদের এই বিষয়গুলো জন্য আর্থিক বরাদ্দ বাজেট নেই বলেই শুনেছি । যদি দেখি বাজেট পেশের পরে আমাদের সমস্যা সুরাহার কোনও পথ বের হয়নি, তাহলে নতুন অর্থবর্ষের শুরু থেকেই কর্পোরেশন অচল করব আমরা । পরিষেবায় প্রভাব পড়লে, তার দায় নিতে হবে প্রশাসনকে । নাগরিকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী ।’’

আরও পড়ুন:

  1. 'আইন করলেই তো ধাক্কা খাব', শহরে ছাদ বিক্রির কথা স্বীকার করে বললেন ফিরহাদ
  2. নিউ মার্কেটে হবে নাইট মার্কেট, পৌরনিগমের বৈঠকে গৃহীত প্রস্তাব
  3. সম্পত্তি করে লক্ষ্মীলাভ কলকাতা পৌরনিগমের, কোষাগারে জমা পড়ল হাজার কোটির বেশি টাকা
Last Updated : Feb 17, 2024, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details