পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ছক্কা মেরে দিয়েছি', বর্ধমান-দুর্গাপুর কি স্থায়ী ঠিকানা হতে চলেছে কীর্তি আজাদের ? - Lok Sabha Election Results 2024

Kirti Azad confident over winning: ছক্কা মেরে দিয়েছি ৷ বর্ধমান-দুর্গাপুরে তাঁর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ৷ তাঁর মতে, এই কেন্দ্রই হতে চলেছে তাঁর স্থায়ী ঠিকানা ৷

ETV BHARAT
আত্মবিশ্বাসী কীর্তি আজাদ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 10:32 AM IST

Updated : Jun 4, 2024, 1:18 PM IST

দুর্গাপুর, 4 জুন: বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তাঁর জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী । ভোটগণনার দিন সকালে আত্মবিশ্বাসের সুরে তিনি বললেন, "ছক্কা মেরে দিয়েছি ৷" বর্ধমান-দুর্গাপুরই তাঁর স্থায়ী ঠিকানা হতে চলেছে বলেও আগাম জানিয়ে রেখেছেন তিনি ৷ তবে এ দিন গণনার সময় বেশকিছু পোস্টাল ব্যালটে একটা সমস্যা দেখা দিয়েছে বলে এ দিন দাবি করেন কীর্তি আজাদ ।

আত্মবিশ্বাসী কীর্তি আজাদ (নিজস্ব ভিডিয়ো)

জানা গিয়েছে, বেশকিছু পোস্টাল ব্যালটে ভোটদাতারা ভোট দিলেও সেই সমস্ত ব্যালটে নির্বাচন কমিশনের আধিকারিকদের পক্ষ থেকে কোনও স্বাক্ষর বা তারিখ দেওয়া নেই বলে তা প্রথমে বাতিল বলে গণ্য করা হয়েছিল । পরবর্তীতে তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট । কীর্তি আজাদ পোস্টাল ব্যালটে অনেকটাই এগিয়ে যান তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের থেকে । এরপরেই কীর্তি আজাদকে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ।

বর্ধমান-দুর্গাপুর কি তাঁর স্থায়ী ঠিকানা হতে চলেছে ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আজাদ জানান, "আমি ঈশ্বরে বিশ্বাসী । আমি আশাবাদী যে, আমার স্থায়ী ঠিকানা হতে চলেছে এখানেই ।" তিনি আরও বলেন, "ইতিমধ্যেই আমি কিন্তু ছক্কা মেরে দিয়েছি ৷"

বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিত্রটা আরও পরিষ্কার হবে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটগণনা কেন্দ্রে অনেকটা দেরিতেই শুরু হয় গণনা । পোস্টাল ব্যালট গণনা নিয়ে বেশ কিছুটা সমস্যা দেখা দেওয়ায় বিলম্ব হয় । তবে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত সমস্যা কাটিয়ে ভোট গণনা চলছে শান্তিতেই, এমনটা দাবি কীর্তি আজাদের ।

নির্বাচনের ফলাফলের আরও খবর জানুন

Last Updated : Jun 4, 2024, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details