দুর্গাপুর, 4 জুন: বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তাঁর জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী । ভোটগণনার দিন সকালে আত্মবিশ্বাসের সুরে তিনি বললেন, "ছক্কা মেরে দিয়েছি ৷" বর্ধমান-দুর্গাপুরই তাঁর স্থায়ী ঠিকানা হতে চলেছে বলেও আগাম জানিয়ে রেখেছেন তিনি ৷ তবে এ দিন গণনার সময় বেশকিছু পোস্টাল ব্যালটে একটা সমস্যা দেখা দিয়েছে বলে এ দিন দাবি করেন কীর্তি আজাদ ।
জানা গিয়েছে, বেশকিছু পোস্টাল ব্যালটে ভোটদাতারা ভোট দিলেও সেই সমস্ত ব্যালটে নির্বাচন কমিশনের আধিকারিকদের পক্ষ থেকে কোনও স্বাক্ষর বা তারিখ দেওয়া নেই বলে তা প্রথমে বাতিল বলে গণ্য করা হয়েছিল । পরবর্তীতে তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট । কীর্তি আজাদ পোস্টাল ব্যালটে অনেকটাই এগিয়ে যান তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের থেকে । এরপরেই কীর্তি আজাদকে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ।