শিলিগুড়ি, 22 ফেব্রুয়ারি: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল টাকার বিনিময়ে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানো চক্রের মূল পান্ডা। আর তাকে ধরতে পেরে কিছুটা স্বস্তিতে পুলিশ মহল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিপুল অধিকারী। সে হলদিবাড়ির মানিকগঞ্জের বাসিন্দা। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, গত 23 জানুয়ারি ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি থেকে ওই দু'জনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যার মধ্যে একজনের নাম আতাউর রহমান।
আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। অপরজন আতাউরের আত্মীয় ফিরদৌস আলম। ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার-সহ একাধিক তার কাটার সরঞ্জাম। ওই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে বিপুল অধিকারীর নাম উঠে আসে। কিন্তু অভিযানের আগেই সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী। এরপর ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় বিপুল অধিকারীর।