বোলপুর, 26 সেপ্টেম্বর:বীরভূমের 'বাঘ' অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখের গলায় অন্য সুর ৷ নানুরের থুপসরা এলাকায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নাম না-করে হুঁশিয়ারি দিতে দেখা গেল তাঁকে ৷ তিনি বলেন, "আমি বালির পার্সেন্টেজ খেতে আসিনি ৷ দলটা ভালোবেসে করি ৷ যদি কেউ মনে করেন পাঙ্গা নেব, আমি চুড়ি পরে বসে নেই ৷ আমি সব খেলাই খেলতে জানি ৷" রাজনৈতির মহলের দাবি, অনুব্রত-ঘনিষ্ঠ নেতা আবদুল করিম খানের উদ্দেশেই এই হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ ৷
গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে মঙ্গলবার 2 বছর পর বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল । দীর্ঘ দিন পর বুধবার বোলপুরে দলীয় কার্যালয়ে এসেছিলেন তিনি ৷ তবে তাঁর আসার আগে, এই কার্যালয়ের বাইরে থাকা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া বোর্ডটি সরিয়ে ফেলতে দেখা গিয়েছিল ৷ তার পরিবর্তে কার্যালয় জুড়ে অনুব্রতর ছবি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে এবার সরব হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ ।