কলকাতা, 17 ফেব্রুয়ারি:সদ্য খুইয়েছেন মন্ত্রীত্ব ৷ তাঁর পরিবর্তে বনমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হয়েছেন বীরবাহা হাঁসদা ৷ আর মন্ত্রীত্ব খোয়ানোর পরই জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন বনমন্ত্রী প্রায় সাড়ে চার মাস হাজতবাসের পর অবশেষে জামিনের আবেদন করলেন ৷ শনিবার নগর-দায়রা আদালতে বালু'র (জ্য়োতিপ্রিয় মল্লিকের ডাকনাম) আইনজীবী দাবি করেন, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নন; ফলত তাঁকে জামিন দেওয়া হোক।
যদিও বালুর জামিনের শুনানি পর্ব পিছিয়ে গিয়েছে এদিন। আগামী 20 ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি বলে জানা গিয়েছ। শনিবার দুপুরে নগর-দায়রা আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয় যে, ইডি যে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত শুরু করেছে, এখনও পর্যন্ত তার মক্কেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতিকাণ্ড জড়িত থাকার সরাসরি কোনও তথ্যপ্রমাণ সামনে আনতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এমনকী এও দাবি করা হয় যে, তিনি রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নন। এরপরেই আদালতের তরফে জামিনের শুনানি ধার্য করা হয় 20 ফেব্রুয়ারি ৷
গতবছর 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাসভবন এবং অফিসে তল্লাশি অভিযান চালানোর পর ভোট তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জড়িত থাকার বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই একে একে নতুন নতুন তথ্য সামনে আসতে থাকে। পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে শংকর আঢ্য-সহ একাধিক ব্যবসায়ীর নাম এই দুর্নীতিতে জড়িত থাকার তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা।
শুক্রবারই বনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই ঘটনার পর এদিন প্রথমবার আদালতে জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একাধিক কাগজপত্র উদ্ধার করে ৷ যার সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে এবং তদন্তে সেগুলি অত্যন্ত সাফল্য আনছে বলে দাবি ইডি'র। সম্প্রতি বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে। এই ব্যবসায়ী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
- 'আমায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে', দাবি রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বিশ্বজিতের
- রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকায় বাংলাদেশে কাপড়ের দোকান, বিশ্বজিতকে জেরায় দাবি ইডির
- রেশন দুর্নীতি কাণ্ডে শংকর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল ইডি