মেদিনীপুর, 11 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য শুরু করেছিলেন 'অভয়া ক্লিনিক' । এবার সেই আন্দোলনের মঞ্চের পাশেই শুরু হল 'অভয়া পাঠশালা' । মেদিনীপুর মেডিক্যাল কলেজের 100 জন আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী দুটি ব্যাচে ক্লাস করছেন এখানে ৷ তাঁদের পড়াচ্ছেন মেডিক্যাল কলেজেরই পিজিটি ছাত্রছাত্রীরা ।
'অভয়া পাঠশালা' মেদিনীপুর মেডিক্যাল কলেজে (ইটিভি ভারত) ডাক্তারদের কর্মবিরতির জন্য মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষাদানে যাতে ব্যাঘাত না-ঘটে, তার জন্য আন্দোলনস্থলে শুরু হল 'অভয়া পাঠশালা' । প্রতিদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অবস্থান মঞ্চে 'অভয়া ক্লিনিকে' স্বাস্থ্য পরিষেবা দেওয়ার শেষে এই পাঠশালা চলে । সন্ধ্যায় আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের শিক্ষাদানে চলছে এই 'অভয়া পাঠশালা' ।
মেডিক্যাল কলেজেরই পিজিটি পড়ুয়ারা ক্লাস নিচ্ছেন (নিজস্ব ছবি) আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনীক দাস বলেন, "আমরা আন্দোলন থেকে কিছুতেই পিছু হটছি না । তবে এরই সঙ্গে মেদিনীপুরের সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা কোনও রকম ব্যাহত হবে না । আমরা প্রতিদিনই শয়ে শয়ে রোগী দেখছি ৷ কাউকে এখান থেকে বিনা চিকিৎসায় ফেরাচ্ছি না । এরই পাশাপাশি যাতে কলেজের পড়ুয়ারা কোনও ভাবে পড়া থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা এই 'অভয়া পাঠশালা' শুরু করলাম । সারাদিন 'অভয়া ক্লিনিকে' সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার পর সন্ধ্যা নাগাদ আমাদের কলেজের পড়ুয়াদের আমরা শিক্ষাদান করব । আমাদের এই আন্দোলনে যেমন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তেমনই সিনিয়র চিকিৎসকেরাও পাশে রয়েছেন ।"
মেডিক্যাল পড়ুয়াদের পাঠ দিতে শুরু 'অভয়া পাঠশালা' (নিজস্ব ছবি) আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য । বিচারের আশায় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা ৷ একদিকে সুপ্রিম কোর্ট তাঁদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে ৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কাজে ফিরতে আবেদন করেছেন জুনিয়র ডাক্তারদের । তবে আন্দোলন থেকে কোনও ভাবেই সরছেন না কলকাতার পাশাপাশি অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ।
আন্দোলনের সঙ্গে চলছে শিক্ষাদান (নিজস্ব ছবি)