পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার জুনিয়র ডাক্তারদের উচিত কর্মবিরতি তুলে নেওয়া, সরকারকে সাহায্য করা: অভিষেক - Abhishek Banerjee - ABHISHEK BANERJEE

Abhishek Banerjee Appeals to Junior Doctors: এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়া উচিত এবং রাজ্য সরকারকে সাহায্য করা উচিত ৷ এমনই মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ সোশাল মিডিয়ায় তিনি জুনিয়র ডাক্তারদের কাছে এই আবেদন জানিয়েছেন ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন অভিষেকের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 1:54 PM IST

Updated : Sep 18, 2024, 3:45 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর:প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিকে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই পথে এবার সদর্থক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে রাজ্য প্রশাসন ৷ এই অবস্থায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার জন্য আবেদন জানালেন তিনি । এদিন অভিষেক বলেন, রাজ্য যখন অধিকাংশ ক্ষেত্রে তাঁদের দাবি প্রসঙ্গে একমত, তখন জুনিয়র ডাক্তারদেরও উচিত প্রশাসনকে সাহায্য করা ।

এদিন সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, "প্রথম দিন থেকে আমি সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের উদ্বেগের বিষয়কে সমর্থন করেছি । কয়েকটি বাদে সবসময় তাঁদের অধিকাংশ বক্তব্যে সমর্থন করেছি । বলেছি, তাঁদের দাবি বৈধ, যুক্তিগ্রাহ্য এবং ন্যায্য । দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে এবং গতকাল আদালতের সামনে রাজ্য বলেছে, পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন-সহ জুনিয়র ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই করা হচ্ছে ৷ আশা করা হচ্ছে আগামী 14 দিনের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে । একইসঙ্গে, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করে জুনিয়র ডাক্তারদের দাবিকে সম্মান করেছে । এই অবস্থায় সদিচ্ছার ইঙ্গিত হিসাবে, ডাক্তারদের এখন কর্মবিরতি বন্ধ করার কথা বিবেচনা করা উচিত এবং জনগণের সেবা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত এবং এই পরিবর্তনগুলি অবিলম্বে কার্যকর করা নিশ্চিত করার জন্য টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে ত্বরান্বিত করা উচিত ।"

একইসঙ্গে, এই বার্তায় সিবিআইকে আক্রমণ করতে ছাড়েননি তিনি । অভিষেক লিখেছেন, কোনও অপরাধী যাতে ছাড় না-পায়, যাতে দ্রুত শাস্তি প্রদান করা যায়, সেজন্য সিবিআইকে জবাবদিহি করতে হবে ৷ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । গত 10 বছরে সিবিআইয়ের সাফল্যের হার তুলে ধরে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খোঁচাও দিয়েছেন অভিষেক । তিনি লিখেছেন, "সিবিআই-এর রেকর্ড নিজেই কথা বলে: গত 10 বছরে, তারা একটিও তদন্ত শেষ করেনি । ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে ।"

Last Updated : Sep 18, 2024, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details