পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থ্রেট কালচারের তদন্তে 12 জনকে তলব, আরজি করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের - RG Kar Junior Doctors Protest - RG KAR JUNIOR DOCTORS PROTEST

RG Kar Junior Doctors Protest: থ্রেট কালচারের তদন্ত করতে 7 জনের তদন্ত কমিটি গঠন করেছে আরজি কর মেডিক্যাল কলেজ ৷ তৃতীয় শুনানিতে বুধবার ডাকা হয়েছে 12 জনকে ৷ সেই শুনানি চালাকালীন আরজি করে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা ৷

RG Kar Junior Doctors Protest
আরজি করে অবস্থানে জুনিয়র ডাক্তাররা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 5:01 PM IST

Updated : Sep 25, 2024, 8:23 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: ফের উত্তপ্ত হয়ে উঠল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । উত্তেজনা ছড়াল বুধবার দুপুর থেকে । এ দিন থ্রেট কালচারে অভিযুক্তদের মধ্যে থেকে 12 জনকে তলব করা হয় । অভ্যন্তরীণ তদন্ত কমিটির শুনানি চলাকালীন গতবারের মতো ডেকে পাঠানো হয়েছে অভিযোগকারীদেরও । তিনতলায় অধ্যক্ষের ঘরে চলছে শুনানি । আর সেই সময় তাঁর ঘরের সামনেই বসে পড়লেন অভিযোগকারী জুনিয়র ডাক্তাররা । থ্রেট কালচারের বিরুদ্ধাচরণ করে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ।

এ দিন তলবে সাড়া দিয়ে তদন্তের কমিটির মুখোমুখি হতে আসেন অভিযুক্ত জুনিয়ার ডাক্তার আরশিয়ান আলম ৷ তাঁকে দেখে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী বাকি জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসক নেতা আশিস পান্ডেকেও তলব করা হয়েছে বুধবার ৷ থ্রেট কালচারের অন্যতম অভিযুক্ত ইনি ৷ সেমিনার হলে 9 তারিখের ভিডিয়োতেও আশিস পাণ্ডেকে দেখা গিয়েছিল বলে অভিযোগ ৷ আজ তদন্ত কমিটির মুখোমুখি হয়ে বেরনোর সময় তাঁকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা ৷ 'গো ব্যাক'-সহ নানা স্লোগান দেন তাঁরা ৷ এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ সিআইএসএফের সহায়তায় অবশেষে আরজি কর হাসপাতাল থেকে বের হন আশিস পাণ্ডে ৷

থ্রেট কালচারের তদন্তে 12 জনকে তলব, আরজি করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর-কাণ্ডের তদন্তের সময় উঠে এসেছে থ্রেট কালচারের অভিযোগ । এই থ্রেট কালচারের জেরে আরজি কর মেডিক্যাল কলেজে প্রথমে নথিভুক্ত হয়েছিল 51 জনের নাম । যদিও পরবর্তীকালে সেই তালিকা বেড়ে হয়েছে 59 জন । ইতিমধ্যেই থ্রেট কালচারের তদন্তে 7 জনের কমিটি গঠন করেছে আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । বুধবার তার তৃতীয় শুনানি ছিল । এই দিন অভিযুক্তদের 12 জনকে ডেকে পাঠানো হয় । এর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছিল অভিযোগকারীদের । সেই অভিযোগকারীরা যখন অধ্যক্ষের ঘরের সামনে যান, তখনই বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা । কারণ অভিযোগকারীদের কথায়, এই 12 জনই থ্রেট কালচারের অন্যতম মুখ ।

এর আগে, অভিযুক্ত প্রথম 51 জনকে মেডিক্যাল কলেজে প্রবেশে বাধা দিয়েছিল কর্তৃপক্ষ । এরপর তাঁদের ডাকা হয়েছে তদন্তের জন্য । শনিবার দ্বিতীয়বার ডাকা হয়েছিল 10 জন অভিযুক্তকে । যদিও এঁদের মধ্যে উপস্থিত হয়েছিলেন 8 জন । এর পাশাপাশি 30 জন অভিযোগকারীদের ডাকা হয়েছিল । দু'পক্ষকে সামনাসামনি রেখেই তদন্ত চালিয়েছিল আরজি কর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি । এরপর বুধবার ফের ডাকা হয়েছে অভিযুক্তদের মধ্যে 12 জনকে । এই সমস্ত তদন্ত সেরে কলেজ কাউন্সিল বৈঠক হবে । সেই বৈঠকে এই 59 জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ ।

Last Updated : Sep 25, 2024, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details