কলকাতা, 8 অক্টোবর: মহাপঞ্চমীতে তিনদিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি ৷ এর পাশাপাশি এবার রিলে অনশন চালু হল রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ৷ মহাপঞ্চমী থেকেই রিলে অনশন চালু করলেন জুনিয়র চিকিৎসকরা ৷ মঙ্গলবার আরজি কর হাসপাতালের 6 জন চিকিৎসক পড়ুয়া অনশনে যোগ দেন ৷ তাঁদের সঙ্গে যোগ দেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্ভিস ডাক্তার তাপস প্রামাণিক ৷
সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত তাঁদের অনশন চলবে ৷ অনশন প্রসঙ্গে তাপস প্রামাণিক বলেন, "বর্তমানে সবাই রোগী পরিষেবার সঙ্গে যুক্ত ৷ তবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে ৷ সেই কারণে আমাদের যাঁর যেদিন ছুটি থাকবে, সেদিন আমরা এসে এই অনশনে যোগ দেব ৷"
আরজি করের চিকিৎসক-পড়ুয়া ধর্ষণের পর খুনের ঘটনায় বিচারের দাবিকে সামনে রেখে মোট 10 দফা দাবি পূরণে অনশন আন্দোলন চালু করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ ধর্মতলার তাঁদের ধর্না মঞ্চে তিনদিন ধরে অনশন আন্দোলন করছেন তাঁরা ৷ সেই জুনিয়র চিকিৎসকদের তরফে মহাপঞ্চমীর দিন সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে অনশনের ডাক দেওয়া হয়েছে ৷
সেইমতো আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথম দিন অনশনে বসেছেন সাত জন ৷
1. ডাঃ নীলাকাশ মণ্ডল (তৃতীয় বর্ষ পিজিটির ছাত্র, ফার্মাকোলজি)
2. ডাঃ তাপস প্রামাণিক (সার্ভিস ডক্টর)