পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবারও ছিল চা খাওয়ার প্রস্তাব, গ্রহণ করেছিলেন কি জুনিয়র ডাক্তাররা ? - Junior Doctors Meeting with Mamata - JUNIOR DOCTORS MEETING WITH MAMATA

Junior Doctors Meeting with Mamata Banerjee: সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হয় জুনিয়র ডাক্তাররা ও রাজ্য সরকারের ৷ সেখানেও চা খাওয়ার প্রস্তাব ছিল ৷ সেই প্রস্তাব কি গ্রহণ করেছিলেন জুনিয়র ডাক্তাররা ?

Junior Doctors Meeting with Mamata Banerjee
সোমবারও ছিল চা খাওয়ার প্রস্তাব, গ্রহণ করেছিলেন কি জুনিয়র ডাক্তাররা ? (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 1:43 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: অঝোরে পড়ছে বৃষ্টি ৷ বাড়ির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্টোদিকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ৷ বৈঠকের শর্ত নিয়ে টানাপোড়েন চলছে তখন ৷ সেই সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বৈঠক না করুন, এক কাপ চা খেয়ে যান ৷’’ ‘সবিনয়ে’ সেই প্রস্তাব খারিজ করে আসেন জুনিয়র ডাক্তাররা ৷ শনিবার তাঁদের এই ‘প্রত্যাখান’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ তাঁদের সিদ্ধান্তের প্রশংসা করেন অনেকে ৷

তবে সোমবার অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন ৷ বৃষ্টি তো ছিলই না ৷ তার উপর মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠকও হয়েছে রুদ্ধদ্বার ৷ সেখানে কি তাঁদের চা খাওয়ার কথা বলা হয়েছিল ? সেই প্রস্তাব কি গ্রহণ করেছিলেন জুনিয়র ডাক্তাররা ? বৈঠক শেষের পর নানা প্রশ্নের সঙ্গে, এই প্রশ্নগুলোও ঘুরছিল বিভিন্ন মহলে ৷

মঙ্গলবার এই প্রশ্নগুলির উত্তর নিজেরাই দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ এক জুনিয়র ডাক্তারের কথায়, "আমরা শুনেছিলাম আরও বেশ কিছু ব্যবস্থা ছিল । তবে আমরা সেগুলো কিছুই গ্রহণ করিনি । আগের দিনের মতো আমরা এবারও চা খাইনি । শুধুমাত্র জল খেতে চেয়েছি । আমাদের দাবি পূরণ হলে, তখন আমরা নিশ্চয়ই গ্রহণ করব ।"

সোশাল মিডিয়ায় দেওয়া জুনিয়র ডাক্তারদের বক্তব্য (নিজস্ব ছবি)

এই নিয়ে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করা হয় ৷ সেখানে লেখা হয়, ‘‘কিছু দাবি মানা হল, কিছু মানা হল না । কিছু কথা বলা গেল, কিছু বলা গেল না । আন্দোলনের ভবিষ্যৎ এখনও আলোচনার সম্ভাবনাময় সকালের অপেক্ষায় রইল । আগেরদিন মিটিং না করে চা খেতে বলা হয়েছিল, সেদিন সাদরে প্রত্যাখ্যান করেছিলাম । আজ মিটিং করার সময়ও চা খেতে বলা হল, আজও তার ব্যতিক্রম হয়নি ।’’

উল্লেখ্য, জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন ৷ সেই দাবি নিয়ে আলোচনায় রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ঘিরে গত কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল ৷ প্রথমে জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে অনড় ছিলেন ৷ বৈঠকের জন্য নবান্নে পৌঁছে গিয়েও তাঁরা ফিরে আসেন ৷ তার পর গত শনিবার ভিডিয়োগ্রাফি নিয়ে টানাপোড়েনের জেরে বৈঠক ভেস্তে যায় ৷

বৃষ্টিতে ভিজে, পুলিশের তরফে দেওয়া ছাতা, মুখ্যমন্ত্রীর চা খাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেদিন খালি হাতেই ফিরতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের ৷ সোমবার যখন আলোচনায় ফের তাঁদের ডাকা হয়, তখনও এর ফলাফল কী হবে, তা নিয়েও ধোঁয়াশা ছিল ৷ শেষ পর্যন্ত বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের কিছু দাবি মানা হয়েছে ৷ আবার কিছু নিয়ে এখনও আলোচনার অবকাশ রয়েছে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা ৷ বিশেষ করে তাঁদের পাঁচ দফা দাবির চার ও পাঁচ নম্বর বিষয়ে বিশেষ আলোচনা হয়নি বলেই সূত্রের খবর ।

এই নিয়ে কি তাহলে আবার বৈঠকে বসবে দু’পক্ষ ৷ সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে বৈঠক যদি হয়, তাহলে জুনিয়র ডাক্তাররা আবারও চায়ের আবেদন ফেরান, নাকি গ্রহণ করেন, সেটাই দেখার !

ABOUT THE AUTHOR

...view details