কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে শতাধিক দুষ্কৃতীর হামলা ও ভাঙচুরের ঘটনার আজ একমাস পূরণ হল ৷ সেই ঘটনার প্রতিবাদে ফের একবার 'রাত দখল'-এর ডাক জুনিয়র ডাক্তারদের ৷ স্লোগান তুলেছেন, 'আর্জি নয়, দাবি কর' ৷ 14 সেপ্টেম্বর রাতে রাজ্যের সকল মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন রেখেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ মূলত, তাঁদের পাঁচদফা দাবির স্বপক্ষে এই রাত দখলের কর্মসূচি ৷
একমাস আগে আজকের দিনেই প্রথম রাত দখলের কর্মসূচির সময় আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ ও হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ৷ ভাঙচুর করা হয় হাসপাতালের দামী মেডিক্যাল ইক্যুইপমেন্ট ৷ চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের উপর যেমন হামলা হয়েছিল, বাদ যাননি রোগীরাও ৷ অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাস্থল ভাঙচুর করা ৷ যে ঘটনার পর আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে ৷