পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের চেস্ট মেডিসিনের নাম 'অভয়া' করার আবেদন জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের - RG KAR DOCTOR RAPE AND MURDER

18 নভেম্বর সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেপুটেশন জমা দেবে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ৷ নিজেদের দাবির স্বপক্ষে মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবকেও ইমেল তাঁদের ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
আরজি করের চেস্ট মেডিসিনের নাম 'অভয়া' করার আবেদন ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 7:01 PM IST

কলকাতা, 16 নভেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের নাম নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার নামে করার আবেদন ৷ তাঁর স্মৃতিতে ওই বিভাগের নাম 'অভয়া' বিভাগ করার আবেদন করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন ৷

এই মর্মে আবেদন জানিয়ে শনিবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান অ্যাসোসিয়েশনের তিন সদস্যের প্রতিনিধি দল ৷ যদিও, অধ্যক্ষ এ দিন তাঁর অফিসে ছিলেন না ৷ তাই সেই আবেদনপত্রটিও জমা দেননি সংগঠনের সদস্য জুনিয়র ডাক্তাররা ৷ তবে, এই দাবি নিয়ে জানিয়ে সংগঠনটি রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্য সচিবকে ইমেল করেছেন ৷ সেখানেও আর বেশ কয়েকটি দাবির কথা উল্লেখ করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন সদস্যরা ৷

আরজি করের চেস্ট মেডিসিনের নাম 'অভয়া' করার আবেদন ৷ (ইটিভি ভারত)

তাঁরা জানিয়েছেন, অধ্যক্ষকে নিজেদের দাবিটি সামনাসামনি বুঝিয়ে বলতে চান ৷ তাই পরবর্তী সময়ে অধ্যক্ষ যেদিন তাঁদের সময় দেবেন, সেদিন সামনে থেকে মৌখিকভাবে চেস্ট মেডিসিন বিভাগের নাম বদল-সহ অন্যান্য় দাবিগুলি বুঝিয়ে বলবেন জুনিয়র ডাক্তাররা ৷ সংগঠনের আহ্বায়ক তথা জুনিয়র ডাক্তার শ্রীশ চক্রবর্তী বলেন, "বর্তমানে অধ্যক্ষ স্যার নেই ৷ তাই আমার আজ চিঠিটা জমা দিলাম না ৷ কারণ আমাদের মনে হয়, এটা নিয়ে সবপক্ষের উপস্থিতিতে একটা আলোচনা দরকার আছে ৷ আমরা চাই সামনাসামনি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে এর প্রয়োজনীয়তা বোঝাতে ৷"

এর পাশাপাশি, আগামী 18 নভেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের 10 জনের একটি প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যাবেন ডেপুটেশন জমা দিতে ৷ 9 অগস্ট রাতে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার দ্রত বিচার প্রক্রিয়া শেষ করার আবেদন করবে সংগঠনের সদস্যরা ৷ পাশাপাশি, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে নিম্ন আদালতে, সেখানে পরবর্তী চার্জশিট দ্রুত পেশের আবেদনও করা হবে ৷

মুখ্যসচিবকে পাঠানো জুনয়ির ডক্টরস ফ্রন্টের ইমেল ৷ (ইটিভি ভারত)

জুনিয়র ডাক্তার শ্রীশ চক্রবর্তী বলেন, "আমরা মুখ্যসচিবকে করা মেইলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে বেআইনি ভাবে যে অর্থ তোলা হয়েছে, তা নিয়ে অভিযোগ জানিয়েছি ৷ আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সেই অর্থ যেন অভয়ার মা-বাবাকে দিয়ে দেওয়া হয় ৷ সেই সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে যে বেহাল অবস্থা তৈরি হয়েছে, তা অবিলম্বে ঠিক করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details