কলকাতা, 29 সেপ্টেম্বর: ফের সাগর দত্তের ছায়া ৷ প্রথমে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । আর এবার আক্রান্ত শহর কলকাতার আরও একটি সরকারি হাসপাতাল। আক্রান্ত হলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক। ফের অভিযোগ, রোগী পরিবারের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় তাঁরা এসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ, শনিবার ভোররাতে এক মদ্যপ রোগী এবং তাঁর পরিবারে লোকজনরা হাসপাতালে আসেন। তারপরই শুরু হয় উত্তেজনা। ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শুভ্র মিত্র এনিয়ে বলেন, "গভীর ক্ষত নিয়ে ওই মদ্যপ রোগী ও তাঁর লোকজন হাসপাতালে আসেন। হাতের ক্ষত গভীর হওয়ায় জরুরি বিভাগের ডাক্তাররা বলেন, অপারেশন করতে হবে। কিন্তু রোগীর দাবি সঙ্গে সঙ্গে ক্ষতস্থান বেঁধে দিতে হবে। সেটা সম্ভব নয় বলা হয় চিকিৎসকদের তরফ থেকে। এরপর শুরু হয় গণ্ডগোল ও হুমকি। পুরো ঘটনাটি ঘটেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারির এমার্জেন্সি বিভাগে। ওই সময় বিভাগে কর্মরত ছিলেন পাঁচজন ইন্টার্ন।"